যখন ছিলাম কাছেতে তোমার- নিলে না বন্ধু খবর
এখন বুঝি পড়ল মনে? দেখতে আসলে কবর?
কিন্তু বন্ধু আমার যে আর নেই কোনও অনুভূতি,
নেই মনে আর জমে থাকা দুখ- হারানো দিনের তিথি !
এ কী বন্ধু! মুখ কালো কেন? ব্যথা পেলে বুঝি প্রাণে?
ব্যথা পেয় না বন্ধু আমার, এসো বসো এইখানে--
ও কী বন্ধু! ওদিকে কেন? শিয়রের কাছে এসো
দোহাই লাগে বন্ধু তোমার, একটুকু তুমি হাসো ।
অশ্রু অনেক দেখেছি, ফেলেছি- কিছুটা হয়তো নিজে
কে জানে আমার বালিশটা আজ কার অশ্রুতে ভিজে !
বন্ধু আমার! আমি কেন আজ দুঃখের কথা বলি?
এসেছো যে তুমি এতোদিন পর- আজ থাকো দুখগুলি ।
ক্লান্ত হৃদয় আজ শুয়ে আছে মাটির নিচের খাটে
এখন আমার অবসর বড়- ঘুমিয়েই দিন কাটে ।
রোদ বৃষ্টিতে ভাঙে না এ ঘুম- এ প্রাণ বড়ই ক্লান্ত,
ঘুমটা আমার প্রিয় ছিল খুব! আহা যদি কেউ জানতো...
বন্ধু তোমার আসাতে জেনো আজ আড়মোড়া ভেঙে-
মনটা আবার রাঙিয়ে নিলাম তোমার মনের রঙে !
হয়তো তুমি চেন না আমাকে- হয়তো কখনো আগে
দেখা হয়নি তোমার-আমার- তবুও প্রাণেতে লাগে?
হয়তো বন্ধু তুমি আর আমি হেঁটেছি সমান্তরাল
চোখ তোলে শুধু হয়নি দেখাটা- ছিলাম অন্তরাল ।
হতেও পারে হেঁটেছি আমরা একই পথে হাত ধরে-
মনটাই শুধু ছোঁয়নি মনটা- ছিলাম অন্ধকারে ।
অন্ধকারে আজো রয়েছি ঘাসের চাদরে শুয়ে-
কে জানে হয়তো নিজে লেগে আছি কিছুটা ঘাসেরও গায়ে !
পেছন ফিরে দেখো কী বন্ধু, এখনই ফিরবে ঘরে?
আর দুটো ক্ষণ বসো না বন্ধু! এলে কতদিন পরে !
বসো না বন্ধু! কতদিন হল বলিনি মনের কথা,
কতদিন হয় চারিদিকে শুধু- সুনসান নিরবতা ...
নিরবতা তুমি ভেঙে দিয়ে যদি আসলেই আজ শেষে-
শুনবে না আজ কথাটা আমার, একটু শিয়রে বসে?
বন্ধু, তোমার পায়ের আঘাতে পাতা করে মর্মর-
সেই শব্দে যে তৃষ্ণা মেটালো- পিপাসিত অন্তর !
আচ্ছা বন্ধু আজ তবে যাও- কাজেরা তোমায় ডাকে
পারো যদি তুমি ফিরে এসো ফের তোমার কাজের ফাঁকে ।
ব্যস্ত আমিও ছিলাম একদা দুনিয়ার সুখ খুঁজে,
ঠিকানা হয়েছে মাটির এ খাট- তাই তো দুচোখ বুজে-
শুয়ে রয়েছি ঘাসের চাদরে- ব্যস্ত পথের ধারে,
কত কত লোক আসে আর যায়- কিছু লোক ভুল করে-
কখনো তাকায় আলস্যে আর কখনো সময় হলে-
পড়ে ফেলে কেউ পুরো কবিতাই- হয়তো মনের ভুলে !
পড়া শেষ হলে চলে যায় সব, আমি থাকি একা পড়ে
দুটোক্ষণ শুধু আটকে রাখা- মৃতেরা কী আর পারে !
বন্ধু, তোমাকে আটকে রাখার চেষ্টাও বৃথা হল-
তোমাকে আটকে রাখা যে যাবে না- কবিতাও ফুরলো ...
-
এপিটাফ
০১.০১.২০১৪যখন ছিলাম কাছেতে তোমার- নিলে না বন্ধু খবর
এখন বুঝি পড়ল মনে? দেখতে আসলে কবর?
কিন্তু বন্ধু আমার যে আর নেই কোনও অনুভূতি,
নেই মনে আর জমে থাকা দুখ- হারানো দিনের তিথি !
এ কী বন্ধু! মুখ কালো কেন? ব্যথা পেলে বুঝি প্রাণে?
ব্যথা পেয় না বন্ধু আমার, এসো বসো এইখানে--
ও কী বন্ধু! ওদিকে কেন? শিয়রের কাছে এসো
দোহাই লাগে বন্ধু তোমার, একটুকু তুমি হাসো ।
অশ্রু অনেক দেখেছি, ফেলেছি- কিছুটা হয়তো নিজে
কে জানে আমার বালিশটা আজ কার অশ্রুতে ভিজে !
বন্ধু আমার! আমি কেন আজ দুঃখের কথা বলি?
এসেছো যে তুমি এতোদিন পর- আজ থাকো দুখগুলি ।
ক্লান্ত হৃদয় আজ শুয়ে আছে মাটির নিচের খাটে
এখন আমার অবসর বড়- ঘুমিয়েই দিন কাটে ।
রোদ বৃষ্টিতে ভাঙে না এ ঘুম- এ প্রাণ বড়ই ক্লান্ত,
ঘুমটা আমার প্রিয় ছিল খুব! আহা যদি কেউ জানতো...
বন্ধু তোমার আসাতে জেনো আজ আড়মোড়া ভেঙে-
মনটা আবার রাঙিয়ে নিলাম তোমার মনের রঙে !
হয়তো তুমি চেন না আমাকে- হয়তো কখনো আগে
দেখা হয়নি তোমার-আমার- তবুও প্রাণেতে লাগে?
হয়তো বন্ধু তুমি আর আমি হেঁটেছি সমান্তরাল
চোখ তোলে শুধু হয়নি দেখাটা- ছিলাম অন্তরাল ।
হতেও পারে হেঁটেছি আমরা একই পথে হাত ধরে-
মনটাই শুধু ছোঁয়নি মনটা- ছিলাম অন্ধকারে ।
অন্ধকারে আজো রয়েছি ঘাসের চাদরে শুয়ে-
কে জানে হয়তো নিজে লেগে আছি কিছুটা ঘাসেরও গায়ে !
পেছন ফিরে দেখো কী বন্ধু, এখনই ফিরবে ঘরে?
আর দুটো ক্ষণ বসো না বন্ধু! এলে কতদিন পরে !
বসো না বন্ধু! কতদিন হল বলিনি মনের কথা,
কতদিন হয় চারিদিকে শুধু- সুনসান নিরবতা ...
নিরবতা তুমি ভেঙে দিয়ে যদি আসলেই আজ শেষে-
শুনবে না আজ কথাটা আমার, একটু শিয়রে বসে?
বন্ধু, তোমার পায়ের আঘাতে পাতা করে মর্মর-
সেই শব্দে যে তৃষ্ণা মেটালো- পিপাসিত অন্তর !
আচ্ছা বন্ধু আজ তবে যাও- কাজেরা তোমায় ডাকে
পারো যদি তুমি ফিরে এসো ফের তোমার কাজের ফাঁকে ।
ব্যস্ত আমিও ছিলাম একদা দুনিয়ার সুখ খুঁজে,
ঠিকানা হয়েছে মাটির এ খাট- তাই তো দুচোখ বুজে-
শুয়ে রয়েছি ঘাসের চাদরে- ব্যস্ত পথের ধারে,
কত কত লোক আসে আর যায়- কিছু লোক ভুল করে-
কখনো তাকায় আলস্যে আর কখনো সময় হলে-
পড়ে ফেলে কেউ পুরো কবিতাই- হয়তো মনের ভুলে !
পড়া শেষ হলে চলে যায় সব, আমি থাকি একা পড়ে
দুটোক্ষণ শুধু আটকে রাখা- মৃতেরা কী আর পারে !
বন্ধু, তোমাকে আটকে রাখার চেষ্টাও বৃথা হল-
তোমাকে আটকে রাখা যে যাবে না- কবিতাও ফুরলো ..
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫