অসুস্থ প্রতিযোগিতা

কাঠখোট্টা (মে ২০১৮)

ম, ম শফিকুল ইসলাম প্রিয়
  • ১২
  • ৭৯
স্ত্রী মোর সুন্দরী বেজায়
শর্ট বোরখা পরেন
চোখের ভুরু তুলে তিনি
সুন্দরী বেশ ধরেন।

স্কার্ফটিও শর্ট যে তাহার
কপালে লাল টিপ
ঠোট পলিশ আর চোখের রং
ম্যাচ করানো ঠিক।

ফেস্ পাউডারের রঙে তাহার
মুখ চেনা না যায়
এসব কথা বললে তিনি
রেগে চোখ রাঙিয়ে চায়।

মেয়ে আমার নম্র-ভদ্র
পরে টাইট টাইস্
সেন্ডু গেন্জি পরে মেয়ে
বোঝায় বক্ষের ডাইস।

বিশ্ববিদ্যালয় আর
লাইব্রেরী ওর্য়াকের নামে
ঘর ছাড়ে নিয়মিত
মোবাইল আর নেট ব্যবহারে সে
খুবই অপরিমিত।

পুত্র আমার সুপুত্র খুবই স্মার্ট
মুখে তাহার শোভা পায় ফেন্ঞকাট।
পুত্রের নিকট সীম কয়খানি
তাহার হিসাব আমি নজানি।

ফ্রেন্ড লিস্টে আছে
কয়েক শত গার্লফ্রেন্ড
এসব নাকি এযুগেরেই ট্রেন্ড(?)
মা, মেয়ে আর ছেলে
এসব নিয়েই মেতে আছে
নাওয়া খাওয়া ফেলে।

এগুলোতে বাড়ায় নাকি
এযুগের উপযোগিতা
আমার কাছে যা শুধুই
অসুস্থ প্রতিযোগিতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপস চট্টোপাধ্যায় কবিতার কলঙ্ক।যাঁরা তোষামোদ করছেন তাঁরাও নিম্নরুচিসম্পন্ন।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে ঠিক বুঝলাম না আপনি কি বুঝাতে চেয়েছেন।
Shamima Sultana খুব যুগ উপযোগী কবিতা , ভাল লাগল
মোঃ নুরেআলম সিদ্দিকী যেহেতু তারা আপনার প্রিয়জন, সেহেতু তাদেরকে এগুলো এরাতে প্রতিযোগিতা আপনাকে নিতেই হবে। তবে কবিতা ভালো লেগেছে.... শুভকামনা কবি
সঠিক বলেছেন ভাইয়া। শুভ কামনা রইল।
Fahmida Bari Bipu সমাজে নানা ধরনের অসুস্থ প্রতিযোগিতা হয়ে থাকে। আবার আরেকটা জিনিস কী জানেন, কিছু মানুষের মনই অসুস্থ। তারা নিজেদের অসুস্থ চিন্তাধারাকে নিয়ে মাথা ঘামায় না, পড়ে থাকে অন্যের কী হলো সেই চিন্তা নিয়ে। হাহ হা...যাক, আপনার কবিতাটা বেশ মজার। ভাল লেগেছে। ভোট রইলো।
ধন্যবাদ প্রিয় লেখিকা। অনেক শুভ কামনা
সরি ভুল করে গেছে
হাহ হা...আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। তবে আপনার অনুপস্থিতিতে আরেকজনকে দেখলাম আপনার মন্তব্যের প্রক্সি দিতে। বিষয়টা বুঝলাম না
আমিও ঠিক বুঝতে পারিনি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওয়াহিদ মামুন লাভলু বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এসব অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে খুব ভাল হতো। অনেক ভাল লাগলো। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ লাভলু ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
শুভকামনা আপনার জন্যও। আমার পাতায় আসার জন্য ধন্যবাদ।
সাদিক ভাইকে ধন্যবাদ ওয়াহিদ ভাইয়ের মন্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
মামুনুর রশীদ ভূঁইয়া শব্দ চয়নে আরেকটু যত্নশীল হলে ভালো হতো। তবে থিমটি কিন্তু দারুন। সমাজে আজ চলছে এক অসুস্থ প্রতিযোগীতা। কেউ মান-সম্মানের ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। আবার কেউ মাঠ খালি করার অপপ্রয়াসে লিপ্ত থাকে চরম নোংরামীর অসুস্থ প্রতিযোগীতায়।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
মোঃ জামশেদুল আলম মজাদার এবং সমসাময়িক ঘটনা নির্ভর কবিতা। আমার কবিতায় আপনার মন্তব্য অনুপ্রাণিত করবে।
আমার পাতায় আসার জন্য ধন্যবাদ।
মাসুম পান্থ বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছেন কবি
মাইনুল ইসলাম আলিফ ভাবনাটা সুন্দর। শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আসবেন আমার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বর্তমান আমরা কঠোর সময় পার করিতেছি। আমাদের স্ত্রীগণ সোসাল ওর্য়াক এর নামে শর্ট বোরখা পরিহিত করে স্বামী বেচারার বিনা অনুমতিতে বাইরে যায়। চোখ, ঠোট ইত্যাদি প্রসাধনিতে রাঙ্গিয়ে। মেয়েরা বাবা মায়ের কথা শোনে না। ছেলে বন্ধুদের সাথে আড্ডাবজি করে। ছেলেরা নিজেদের ইচ্ছামত চলাফেরা করে। এই কঠোর সেময়ের কথা অবলম্বনে রচিত হয়েছে “ অসুস্থ প্রতিযোগিতা”। অতএব ’গল্প কবিতা’র ”কঠোরতা” বিষয়ের সাথে ”অসুস্থ প্রতিযোগিতা” কবিতা পুরাপুরিই সামন্জষ্যশীল।

১৯ এপ্রিল - ২০১৫ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪