হিরোন্ময় দহন

আঁধার (অক্টোবর ২০১৭)

ম, ম শফিকুল ইসলাম প্রিয়
  • ১৩
তোমার চোখে-
দেখিনি কোন হাতছানি।
তবু কেনো ইচ্ছের পল্লবীত শাখা প্রশাখারা
নড়ে চড়ে ওঠে গাঁ-ঝাড়া দিয়ে।
আহ্বান জানালাম তোমায়
উপেক্ষা করে গেলে
নির্মম অবহেলায়
বিশ্বাস-অবিশ্বাসের দোলায়।
তবু কেন ইচ্ছের লাগামহীন ঘোড়া
ছোটে বন্ধুর পথে টালমাটাল ?
বুকে কেনো রিনি-ঝিনি
কল-কল ঝর্ণার গান ?
তোমাকে দেখে
হৃদয়ের সুপ্ত স্বপ্নেরা
দ্বিধাহীন জেগে ওঠে
হাইতুলে আড়মোড়া ভেংগে।
তোমার সোদা গন্ধে
আমার ঘ্রাণ ইদ্রীয়
বার্তা পাঠায় মস্তিষ্কে
হৃদয়ে দোলা দেয় নিক্কন সুর
রক্তে সংক্রামিত হয় মাতাল বিষ।
"প্রবেশ নিষেধ" লেখা দেখেও
ভয় না পেয়ে
এক অচেনা গুপ্তচর
প্রবেশ করে অস্তিত্ত্বের অন্ধকার মহলে।
তোমার হৃদয় নদীতে
অবগাহন করতে চায়
পিপাসার্ত এ জীবণ।
অথচ জানে না সে
তোমার হৃদয়ের শুকনো নদী
কেবলই দহন।
যে দহনে পুড়লে
ভষ্মও থাকে না কোনো।
তবু সেই হিরোন্ময় দহন চাই
জীবনের এই অপর বেলায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ আনন্দ বেদনা মাখানো কবিতা, বেশ ভালো লাগলো, অনেক শুভকামনা।
Md Salauddin Hrydoy ভালো লাগল ভোট ও শুভকামনা রইল।
শুভ কামনা আপনার জন্যও।
কাজী জাহাঙ্গীর তবুও দগ্ধ হতে চাই.... হা হা হা। বেশ লিখেছেন শফিক ভাই, এগিয়ে যান। অনেক শুভকামনা ।
অনুপ্রেনীত হলাম। ধন্যবাদ।
জলধারা মোহনা কি ভীষণ বিষণ্ণতা কবিতায়.. সুন্দর ☺
ভাল বলেছেন। ধন্যবাদ।
সাদিয়া সুলতানা ভাল লেগেছে
খুশি হলাম। ভালো থাকবেন।
গোবিন্দ বীন যে দহনে পুড়লে ভষ্মও থাকে না কোনো। তবু সেই হিরোন্ময় দহন চাই জীবনের এই অপর বেলায়।।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
মনজুরুল ইসলাম indrio abong jibon banan duti dekhe niben. onek valo laglo kobitar bisoybostu. valo laglo aro valo likhun ai shuvo kamona. amar patai amontron roilo.
ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এখন আর এডিট করেত পারছি না।
মোঃ মোখলেছুর রহমান শুকনো নদী কেবলই দহন । আমার কাছে বিপরীত মনে হল , তবে সার্বিক ভাবে কবিতা ভাল হয়েছে ।
হতে পারে। ধন্যবাদ।

১৯ এপ্রিল - ২০১৫ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫