কঠোরতা

কাঠখোট্টা (মে ২০১৮)

সাদিক ইসলাম
  • ১৬
  • ১১
  • ৫৫
শান্তি কোথায় ব্যর্থ আমি
বেড়াই শুধু ঘুরে।
শান্তি আছে পাখির ডানায়
শুভ্র কবুতরে।
সে বলে ভাই শান্তি তো নাই
বন্দী আমি খাঁচায়
খুঁজে দেখ শান্তি পাবে
শিশির ভেঁজা পাতায়।
ভোরের পাতা কোমল এতো
হাত দিতে দেয় বাধা
বলে আমার শরীর জুড়ে শুধুই
বিষের ব্যথা।
প্রিয় বন হচ্ছে উধাও হলুদ
ঘাসের মাঠ
বাতাস ছাড়ে সীসার শ্বাস
গাছ শুকিয়ে কাঠ।
আমার কাছে সুখ নেই ভাই
বাঁচা মরাই দায়
বিষ জড়ানো শরীর আমার
সভ্যতার এই ঘাঁয়।
শান্তি পেতে গেলাম আমি
শিশুর আদরে
বললো শিশু আজ কতদিন
খাইনি পেট ভরে।
মুখখানি তার কঠোর কেন
নিষ্পাপ দুই চোখে
কাজের বোঝা নরম পিঠে
পিঠ গেছে তাই বেকে।
সুখের কাছে গেলাম আমি
শান্তির দাও খোঁজ
বললো সে শান্তি থাকে
একখানে কি রোজ।
আজ যে বুকে শান্তি ভরা
কাল সে বুকই খাখা
দুখের কাছেই পাবে দেখ
শান্তি নামের দেখা।
দুখ সে তো রোদন ভরা
তার পাহাড় সমান বেদন
সুখের মানে দিবে জানি
যার আছে ধন, মান।
ধনীর কাছে গিয়ে দেখি
তার পাওয়ার আরো খায়েস
সুখের খবর দিবে কী
যার চাওয়ার নেই শেষ।
ধনী যারা চাইছে আরো
তাদের চাওয়া আরো বেশি
চাওয়ার মনে থাকে কি
আনন্দ বা খুশি?
দুখি যারা তারা কি সুখ মানে
কি জানে?
দুখ দিবে সুখের খোঁজ
যার বুকে চাকু হানে?
দুখ বলে বোকা ছেলে যাচ্ছ
কেন ফেলে
জাননা কি যেখানে ছাই
মানিক রতন মেলে।
এই যে দেখ শুকনো হাত
চোখের নিচে কালি
শরীরে নেই ভালো কাপড়
পকেট আমার খালি।
সুখের মানে বুঝেনা
যার শরীর ভরা আদর
সুখের মানে জানে সে
যার বুকের ভিতর পাথর।
পাথর ভাঙ্গা শক্ত দুহাত
সুখের খবর জানে
নিরব যখন শক্ত দুহাত
সুখতো সেইখানে।
দুখ ভরা মন যেখানে
শুনো সুখের কথা।
সুখটা কেমন বলবে সে মন
যার আছে কঠোরতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু সত্যিই, যার বুকের ভিতর পাথর, সেই সুখের মানে জানে।--- যে সুখের মাঝে থাকে সে আসলে সুখের মানে জানে না। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা।শুভ কামনা।আসবেন আমার পাতায়।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) মিষ্টি আমেজে কঠোরতা প্রকাস, কবির কি সুন্দর সৃষ্টি । ভাল লাগ্ল । সুভেচ্ছা রইল ।
Shamima Sultana মুগ্ধ কবি শুভ কামনা রইল
অনেক ধন্যবাদ আপু খুব ভালো লাগলো। কবিতার পাতায় আসবার জন্য অভিনন্দন। ভালো থাকবেন সবসময়।
মোঃ মোখলেছুর রহমান ছন্দ কবিতা দেখলেই বিশ্লেষণ করতে মন চায়।
আল মামুনুর রশিদ অসাধারণ ছন্দের গাঁথুনী। পছন্দ, ভোট, ভালবাসা ও শুভকামনা রইল
সাদিক ইসলাম নুরে আলম ভাই ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভ কামনা কমেন্টের সাথে কমেন্ট করতে পারলাম না। তাই এখানে করলাম। ভালো থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী অসাধারণ অণুকাব্য। বেশ জমিয়েছেন কবি। বরাবরের মতই ভালো লাগা রইল কবি....
মৌমিতা পুষ্প কবিতার গঠনটি কিন্তু চোখে পড়ার মত কবি বন্ধু। আপনি আরও লিখবেন এমন সুন্দর কবিতা। পছন্দ ও ভোট রইল।
অনেক ধন্যবাদ বন্ধু। মন ভরে গেল সুন্দর মন্তব্যে। নিরন্তর শুভ কামনা।
মিঠুন মণ্ডল অনেক দিন পর ছন্দ মিলিয়ে একটা কবিতা পড়লাম। ভাল হয়েছে...
অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভ কামনা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রোমান্টিকতার মাধ্যমে কঠোরতা প্রকাশ

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪