মৃত নয়ন

অন্ধ (মার্চ ২০১৮)

সাদিক ইসলাম
  • ২৫
আঁধার রাতে হেঁটে যেতে
আমি দেখলাম মৃত এক পাখি প্রায়;
কারো যান্ত্রিক আনন্দের শিকার;
কিংবা পরখ করা নিশানা;
সুক্ষ্ম মারণাস্ত্র যন্ত্র বসানো চোখে-
তখনও শ্বাস নেয় মৃত্যুর শেষটুকু
বাকি;
তার মায়া ভরা
বাঁকা দুই আঁখি;
পাশে উজ্জ্বল আলোর সফেদ মহল
নর্তকীর নাচ বুনো কোলাহল;
নেশাতুর ঠোঁটে ওঠে
বিলেতি টলমল;
সেই ব্যথাতুর পাখি চেয়ে থাকে
অবিরল;
তবুও সে দেখে ঝাপসা চোখে
তাদের দৃষ্টির সৎকার
চমৎকার তারা জানে বা জানেনা;
সব ডুবে গেছে উন্মত্ত বাসনা-
আলোতেও দেখেনা তারা;
আঁধারে ফুটেছে মৃতের নয়ন;
আলোর অপচয়
তাদের চোখের ক্ষয়
মরে যাওয়া যান্ত্রিক মন
চোখ দেখে কতক্ষণ?
দেখে নিভুনিভু
আঁধারে দুইচোখ;
সারারাত ধরে-
আলোর বন্যায় সব চোখ
গেছে মরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ishraq Utsho ভালো লেগেছে। কিন্তু ভোট দেয়া যাচ্ছেনা। শুভ কামনা।
কাজল Nice empathy. Max for you. Thanks.
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভ কামনা সবসময়।
মামুনুর রশীদ ভূঁইয়া আবার পড়লাম কবিতাটি। ভালো লাগল পড়তে কি আর করা?
ধন্যবাদ প্রিয় লেখক।
মামুনুর রশীদ ভূঁইয়া কবিতার মূর্ছনায় বিমোহিত কবি। ধন্যবাদ। বেশী বেশী লিখবেন।
মামুনুর ভাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। যেখানে উৎসাহ আছে সেখানেই সৃষ্টিশীলতা আছে। খুব ভালো লাগলো। আপনার উপস্থিতি এই পাতাকে করেছে বৈচিত্র্যময় আর আরো বেশি আকর্ষণীয়। ভালো থাকুন। আপনার সচল হাত থেকে অনেক কালোত্তীর্ণ লেখা আমাদের সাহিত্যজগৎকে আলোকিত করুক এই শুভ কামনা অফুরান।
Jamal Uddin Ahmed ভাল লাগলো, কবি। শুভ কামনা।
অনেক ধন্যবাদ জামাল ভাই
ওয়াহিদ মামুন লাভলু যাদের প্রকৃত চোখ আছে তারা আঁধার রাতেও চোখে দেখতে পায়। কিন্তু যারা চোখ থাকতেও অন্ধ তারা আলোতেও দেখে না। অনেক ভাল লাগলো কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ লাভলু ভাই। আমার কবিতার মুল বিষয়টা চমৎকারভাবে উপলব্ধি করেছেন। খুব ভালো লাগলো। আপনার প্রতিও শুভ কামনা ভালো থাকবেন সবসময়।
আজাদ ইসলাম কাজী জাহাঙ্গীর ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আরো চর্চা প্রয়োজন।
অনেক ধন্যবাদ। পাখিটিকে হারিয়ে যাওয়া মৃত, বিবেক, চেতনা তথা অন্ধত্বের প্রতীক হিসেবে দেখেছি। মানুষ তার পাশেই যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে আছে তা দেখতে অপারগ তাই দেখানোর প্রয়াস ছিলো। কৃতজ্ঞতা।
সাদিক ইসলাম সকলের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা!!!
সাদিক ইসলাম পাখিটিকে হারিয়ে যাওয়া মৃত, বিবেক, চেতনা তথা অন্ধত্বের প্রতীক হিসেবে দেখেছি। মানুষ তার পাশেই যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে আছে তা দেখতে অপারগ তাই দেখানোর প্রয়াস ছিলো।
কাজী জাহাঙ্গীর শব্দচয়ন বেশ ভালো, তবে বক্তব্যের ধারাবাহিকতা প্রয়োজন। চর্চা চালিয়ে যান আশাকরি অল্পদিনেই বেশ ভালো লেখা বেরিয়ে আসবে আপনার হাতে। অনেক শুভকামনা রইল ।
আপনার লেখা খুব ভালো লাগে।
ম অনেক ধন্যবাদ। পাখিটিকে হারিয়ে যাওয়া বিবেক, চেতনা তথা অন্ধত্বের প্রতীক হিসেবে দেখেছি। মানুষ তার পাশেই যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে আছে তা দেখানোর প্রয়াস ছিলো। আবারো কৃতজ্ঞতা পাতায় আসবাব জন্য। আপনার নতুন লেখা চাই
অনেক ধন্যবাদ। পাখিটিকে হারিয়ে যাওয়া মৃত, বিবেক, চেতনা তথা অন্ধত্বের প্রতীক হিসেবে দেখেছি। মানুষ তার পাশেই যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে আছে তা দেখতে অপারগ তাই দেখানোর প্রয়াস ছিলো। আবারো কৃতজ্ঞতা পাতায় আসবাব জন্য। আপনার নতুন লেখা চাই
অনেক ধন্যবাদ। পাখিটিকে হারিয়ে যাওয়া মৃত, বিবেক, চেতনা তথা অন্ধত্বের প্রতীক হিসেবে দেখেছি। মানুষ তার পাশেই যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে আছে তা দেখতে অপারগ তাই দেখানোর প্রয়াস ছিলো। আবারো কৃতজ্ঞতা পাতায় আসবাব জন্য। আপনার নতুন লেখা চাই

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪