থাকুক না কিছুটা গুমোট বাতাস...সাদা কালো মৌনতা মাখানো ঘুমন্ত দহন... অশুদ্ধ কর্কটের মতো বিস্তীর্ণ থাবা মেলে জুড়ে বসা কদর্য অঙ্গার রইলোই বা জুড়ে শুভ্রতার অপরাজেয় প্রিয় ক্যানভাসে, অতি লালিত্যে জমা রাখা সঞ্জীবনী সুধাকে যতই নিক না শুষে অন্ধকারের উদর ফুঁড়ে বেরিয়ে আসা ভব্যতাগ্রাসী জান্তব কোনকিছু, মহাকালের কিছুমিছু আসে যায় না তাতে। পুড়ে যাক না সভ্যতার যত সব আদিখ্যেতা, গা জ্বালানো অশ্রাব্য হ্যাংলামি; ছিঁড়ে ফুড়ে মিশে যাক দূষিত বাতাসে। গনগনে বাষ্প হয়ে কিছুটা তার ছিটেফোঁটা উড়ে বেড়াক না মাথার ওপরে... ভয় কী তাতে? এই তো কিছুদিনের ব্যাপার মাত্র! বিষবাষ্প জমা হবে একদিন অনাদিকালের আদিগন্ত বিস্তৃত মেঘমালার গহ্বরে। মানবতার করুণাময়ী আবহে সেখানে তাপমাত্রা থাকে হিমাংকের নীচে। সেই পরশের আদ্রতা মেখে অমিয়ধারা হয়ে নেমে আসবে আবার পাকেচক্রে মেতে থাকা একই চিরন্তন প্রবাহে, পানিচক্রের নিয়মকে গ্রাহ্য করে। এমনটাই যে অনাদিকালের রীতি... সেই একই নিয়মের জালেই তো ডুবে আছে তাবৎ পৃথিবী। আঁধারকে জিইয়ে রাখা কিছু পন্যজীবী লালন করে চলেছে কেবল নিঃসীম শূন্যতা...ক্লেদ শ্লেষ গ্লানির পাহাড়। সবকিছুকে শুদ্ধ করে একদিন বর্ষিত হবে অপার ধারা, এ বিশ্বাস বুঝি কখনো ঘুঁচবার নয়...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
যে দূষিত বাতাসে সভ্যতার গা জ্বালানো বিষয়গুলো মিশে যায়, সে দূষিত বাতাস মাথার উপর উড়ে বেড়ালে সত্যিই ভয় নেই। কারণ পানিচক্রের নিয়মে সেটাই বাস্পাকারে মেঘের সাথে মিশে গিয়ে একসময় আরামদায়ক বৃষ্টি হয়ে নেমে আসবে। তেমনি দুঃখজনক ও ঘৃণ্য বিষয়গুলোও যে জীবন থেকে দূর হয়ে একদিন শান্তি নেমে আসতে পারে এই আশা জাগিয়ে তোলাটা খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক ভাল লাগলো কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অশেষ শুভকামনা রইলো। ভাল থাকবেন।
সাদিক ইসলাম
মহাকালের কিছুমিছু আসেন যায়না তাতে। খুব ভালো লাগলো। হ্যা আপু। আদি, অনাদি, অনন্তকাল চলছে। এক ভূমিতেই কতো কালে কতো মানুষের উদর ভরেছে..... তবু সে দিয়ে যায়। আমরা অল্প পেতেই কী অপরিণাম ক্ষুধা নিয়ে থাকি। প্রথমের ভাব শেষে ফিরে এসে কবিতাকে ভরাট করেছে। আসলেই ছোট্ট মানুষের পৃথিবী সমান ক্ষুধা। অতিরঞ্জন ইংরেজিতে যাকে বলে hyperbole এর ব্যবহার খুব ভালো লেগেছে। প্রতীকও। কবিতা কিন্তু সাহিত্যের শুরু। আমার প্রিয় বিষয় কবিতা। অনেক ধন্যবাদ ভাবনার জগত সচল রাখার মতো কবিতা উপহার দেবার জন্য। কবিতা লেখা আমার নেশা হাজার দুই এর বেশি কবিতা আছে। দুটো বই প্রকাশ করেছিলাম। ভালো লাগেনি বাজার থেকে তুলে নিয়েছি। আরো সুন্দর লেখা পাবার অপেক্ষায়।
মোঃ নুরেআলম সিদ্দিকী
আঁধারকে জিইয়ে রাখা কিছু পন্যজীবী
লালন করে চলেছে কেবল নিঃসীম শূন্যতা...ক্লেদ শ্লেষ গ্লানির পাহাড়।
সবকিছুকে শুদ্ধ করে একদিন বর্ষিত হবে অপার ধারা,
এ বিশ্বাস বুঝি কখনো ঘুঁচবার নয়... আমি কিন্তু অনেকটা মুগ্ধতা নিয়ে পড়েছি। আপনার আগেরও কয়েকটা কবিতা খুঁজে খুঁজে পড়লাম। আমার কাছে সত্যি মনোমুগ্ধকর লেগেছে। আর এটাও অসাধারণ। তবে →ভব্যতাগ্রাসী শব্দটি কি আলাদা হবে (ভব্যতা গ্রাসী)? তবে আমি জানি না! শুভকামনা রইল আপু। ভালো থাকুন....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।