সহজ সরল সরলতা

সরলতা (অক্টোবর ২০১২)

তান্নি
  • ৪৬
  • ৭৮
সারল্যের শুভ্রতা তার নেত্র চাহনিতে,
যেথা অনায়াসে চলে স্বপ্নবুনন,
অনাড়ম্বর মননের সুস্পষ্ট ছায়া,
নিভৃত গন্ডির রহস্যময় মানব।
উচ্ছ্বাসের প্রস্রবন ধারা ওষ্ঠাধর ভিজিয়ে দেয়।
সারল্যের বহিঃপ্রকাশ ক্রমশ বিসতৃত হয়।
অল্প কথার গাঁথুনীতে মন ও গেঁথে যায়।
অন্তহীন সময়ের শৃংঘধ্বনি বুকে বাজে,
প্রণয়ের চরণ রেখায় উন্মোচিত হবে কবে অব্যক্ত চাওয়া!
চিরায়িত নির্লিপ্ততা ছটফট করে,
কল্পনার অলিতে গলিতে ঘুরে ফিরে ক্লান্ত দু পা।
মুখরিত আঙ্গিনায় নৈশব্দের ছায়া নামে,
সরলতার খোঁজে কালের ক্ষয় ঘটে,
রহস্যমানবের সারল্যের সানি্নধ্য মেলেনা।
অজান্তে ছুয়ে যাওয়া ভালোবাসার গল্প তবু ফুরোয়না।
রহস্যের অন্তরালে দানা বাঁধে শ্বাশত প্রেম,
অনুরাগের সরল ধাঁধাঁ ক্রমেই জটিলতর হয়,
বহুকালের স্পৃহা মুখ থুবড়ে পড়ে,
আবর্তনের করুণ বেহাগ সকরুণ সুর তোলে,
সরল প্রেমের সমাধি হয়েছে বুঝি সেকালে।
কৌটিল্যের বেড়াজালে আবদ্ধ কামনা,
লালসার বিদঘুটে প্রেমময় বাসনা,
অনুরক্ত সরলতার স্মৃতি সৌধ ও আজ চোখে পড়েনা।
যুগের করাল গ্রাসে মুছে গেছে সব,
সহজ সরল প্রেমের উক্তি গুমরে কাঁদে।
অতঃপর.....!
কখনো দেখা মেলে তার শুভ্রতা ভরা চাহনির,
কখনোবা রহস্যের কোল ঘেঁসে মন ছুটে।
দুরন্ত আশারা বক্ষ বাঁধে,
বুঝি সারল্যের অবিনশ্বর প্রেম ছুয়ে গেল!
স্বপ্নের ডিঙ্গা ভাসে মহা সিন্ধুর মাঝপথে,
তথাপি শুধু মন ভাঙ্গে,
বহু শতাব্দী পূর্বেই বুঝি ভালোবাসার সরলতা সমাপ্তি টেনেছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নজরুল ইসলাম কবিতার কিছু চরণ দারুন আর কিছু অসংলগ্ন মনে হচ্ছে ... তবে ধীরে ধীরে গাঁথুনি শক্ত হবে । শুভেচ্ছা রইল।
শিউলী আক্তার অনেক সুন্দর ও মান সম্পন্ন লেখনী !
ম্যারিনা নাসরিন সীমা অনুরক্ত সরলতার স্মৃতি সৌধ ও আজ চোখে পড়েনা। যুগের করাল গ্রাসে মুছে গেছে সব, সহজ সরল প্রেমের উক্তি গুমরে কাঁদে। জন্ম সন দেখে বুঝতে পারলাম অনেক ছোট তুমি কিন্তু লিখেছ ঢের ভাল । শুভকামনা ।
লুতফুর বারী মান্না সালাম তানি আপা।সরলতা এখনও টিকে আছে তবে দেখা যায় কদাচিৎ।অনেক ভালো লেগেছে আপনার লেখা।
আশিক বিন রহিম asomvob vhalo laga cuye gelo ama-k, nispap cader su-misti alowr motoi hese uthuk tomar kolom” suvho-kamona
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) ভাল লেখকের ভাল কবিতা পড়লাম ভালই লাগলো বিশেষ করে ((কৌটিল্যের বেড়াজালে আবদ্ধ কামনা, লালসার বিদঘুটে প্রেমময় বাসনা, অনুরক্ত সরলতার স্মৃতি সৌধ ও আজ চোখে পড়েনা। যুগের করাল গ্রাসে মুছে গেছে সব, সহজ সরল প্রেমের উক্তি গুমরে কাঁদে। অতঃপর.....!)) এই লাইন গুলো।
ফাইরুজ লাবীবা বেশ হয়েছে আপু ।অনেক অনেক ভালো লাগলো ।শুভকামনা ।
কায়েস দারুন কবিতা
Lutful Bari Panna চমৎকার লিখেছ তান্নি..

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪