সকাল

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

রনীল
  • ৪৫
  • ৩৭
ঘাসফড়িঙটা তখনো অঘোরে ঘুমোচ্ছে
মনুষ্যরুপী জীনটাও - ভাবছে ল্যাম্পপোষ্টের আঁধারে
জলের তেষ্টায় বুকে হাত দিয়ে দেখি, উথাল-পাথাল হাওয়ায় মশারিটা বেসামাল
জোছনার সাথে চলছে সেটার নির্লজ্জ ঢলাঢলি... যৌনাচার

বুড়ো দেয়ালঘড়িটার আর কাজে কামে মন নেই
কাঁদো কাঁদো চোখে সেটি প্রায়ঃশ এদিকে তাকায়,
ঢুলু ঢুলু চোখে আমি হাই তুলি, ভান করি অন্যমনস্কতার
চালের দাম আবার বেড়েছে, বাড়িভাড়াটাও আবার হয়তো ...

বারান্দাটার ও সুদিন গেছে বহুদিন হল
মাঝে মাঝে তাতে চোরেরা হানা দেয়, উঁকি মারে
দেখে আমি হাসি, অন্ধকারে মড়ার মত পড়ে থাকি
এর চাইতে বরং পার্কের বেঞ্চিটা কাট, খরচটা উঠে আসবে অন্ততঃ …

গির্জার ঘণ্টাটা বাজতেই হোঁচট খেল রক্তচক্ষু রানার
বুকে ধুকপুক, শক্তিও প্রায় নিঃশেষ,
তস্করের দল পিছু নিয়েছে বোঝা যাচ্ছে বেশ-
নর্দমার বিষহীন সাপটা লেজ নাড়ায়- “পালান ওস্তাদ ...
বেহুদাই বাপের দেয়া প্রাণটা খোয়াবেন নাকি!”
প্রৌঢ় রানারের চোখে অশ্রুরা টলমল –

সবই তো গেছে গোল্লায়, চোরেরা আজ সর্বভুক
পাঁজরখানাও খাচ্ছে খাক- স্বপ্নটাতো থাকুক!

ঘাসফড়িঙটা একটু পরেই জেগে উঠবে, আর তখনই জানি-
বড়রাস্তায় হুটোপুটি বেঁধে যাবে
পশ্চিমের পাহাড়টা অনেক আগেই আড়াল হয়ে গেছে,
মনের ভুলে তবুও সেদিকে ফিরে তাকাই
মাইজপাড়াতেও শুনেছি- আজকাল ভীষণ গোলমাল চলছে

ঘাসফড়িঙটার কোন পাত্তা নেই, তার বদলে এল ফুলচোর
এলো চুল, শিশিরে মাখা নগ্ন পা
সূর্যমুখীর ঘাড়টা মট করে ভাঙ্গতেই মুখোমুখি হয়ে গেলাম আমরা
লজ্জাবনত ফুলচোরের হাতের ফুলগুলো ঝরে পড়তেই,
শুনি যুদ্ধবিমানটা বেড়িয়ে পড়েছে ...

সবই তো পুড়েছে অনলে, পুড়েছে এসিডে মুখ
স্বপ্নরা সব যাচ্ছে যাক- সকালটাতো বাঁচুক!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম কয়েকবার পড়তে বাধ্য হলাম । মনের ভেতরে জমানো মারণাস্ত্রের এত বড় বিস্ফোরণে আমি ছিটকে পড়েছি কয়েক হাজার মাইল দূরে । ঝেড়ে উঠে সাহস করে আপনার সাথে সুর মিলিয়ে বলছি, সকালটা অন্তত বাচুক । ধারালো কবিতা বটে --- চালিয়ে যান কবি ।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৩
মোঃ সাইফুল্লাহ সবই তো পুড়েছে অনলে, পুড়েছে এসিডে মুখ স্বপ্নরা সব যাচ্ছে যাক- সকালটাতো বাঁচুক -------------------- কবিতা বেশ ভালো হয়েছে //
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৩
নাইম ইসলাম মন্তব্যে তাপসদা লিখেছেন- ''একবার পড়ে আমিতো ভাই সম্পূর্ণ ভাবটা বুঝে উঠতে পারি ন--তবে অবলীলাক্রমে ভাব ভাবনার কোথাও কোথাও বড় গভীরতায় নিয়ে গেছে আমাকে।'' অনেক সুন্দর করে দাদা আমার কথা আগেই লিখে গেলেন, ধন্যবাদ তাপসদা ।আপনাকেও ধন্যবাদ রনীল, কবিতায় এতটা ভাবাতে পেরেছেন বলে।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৩
ম্যারিনা নাসরিন সীমা খুব ভাল লাগল । লিখতে থাকুন । শুভ কামনা রইল ।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
তাপসকিরণ রায় একবার পড়ে আমিতো ভাই সম্পূর্ণ ভাবটা বুঝে উঠতে পারি ন--তবে অবলীলাক্রমে ভাব ভাবনার কোথাও কোথাও বড় গভীরতায় নিয়ে গেছে আমাকে।এটাই বোধ হয় আধুনিক কবিতার সার্থকতা।অনেক ধন্যবাদ আপনাকে।
নিলাঞ্জনা নীল শেষে এসে আশার সুর টা বেশ ভাল লাগল হাফ মিতা :)
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৩
ওয়াছিম চমৎকার কবিতা
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১৩
হাসান মসফিক সুন্দর। নাইস প্যাটার্ন । খুব ভালো লেগেছে। শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১৩
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ..................................সবই তো পুড়েছে অনলে, পুড়েছে এসিডে মুখ...। চমতকার কবিত, ভাল লেগেছে।শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৩

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪