প্রিয়তমা বন্দনা

ভৌতিক (নভেম্বর ২০১৪)

তুহ্ফাতুল ইসলাম তপু
  • ১৩
  • ৪৩
আমায় ছেড়ে চলে গেলে
হয়তো ক'মাইল দূরে
চোখের আড়াল হলে শুধু
মন যে তোমার তরে!
চোখের আড়াল হলে কী?
মনে তোমার ছবি!
যখন তখন দেখবো তোমায়
যেমন দেখি দূর আকাশের রবি!
নাইবা ছুঁই তোমার দেহ
নাইবা মিলি দুইয়ে
আমার হৃদয় খোলা হাওয়া
তোমায় আছে ছুঁয়ে!
কন্ঠ তোমার নাইবা শুনি
তোমার গলার গানে
চির চেনা কন্ঠ তোমার
দূর কাকলীর তানে!
সুচিষ্মিতা হাসো যখন
টোল পরে ও গালে তখন
মুক্তো ঝড়ে পড়ে!
ফোটা পদ্ম নীলে-
হেসে ওঠে বিলে
তোমার মতই করে!
তাদের হাসি দেখেই তখন
বুকটা ওঠে ভরে!
তোমার ধরা নাইবা পেলাম
নাইবা তাতেই ক্ষ্যান্ত হলাম
তোমায় আমি ভালোবাসি-
তাইতো আমি কবি,
ছন্দ দিয়ে বধ করেছি
এই পৃথিবীর সবই!
এখন সবাই ভক্ত আমার
ভক্ত নদী, পাহাড়-মাঠ
ঐ দিগন্ত ভক্ত আমার,
ভক্ত রবি আকাশ চাঁদ!
"এখনও তোর দুঃখ কেন?
কাঁদিসনে তুই কবি আর।"
ভক্তরা সব জটলা বেঁধে
বলছে এটাই বারংবার।
তারা আমায় ভালোবেসে
প্রিয়া হয়ে আসবে হেসে!
চাঁদের আলোয় বাসর রাত!
গন্ধ বিলিয়ে ফুলগুলো সব-
কবির জন্যেই জাগবে রাত!
অবশেষে ভিখারিণীর বেশে
প্রেমের লোভে আসবে শেষে
সুবাস পেয়ে স্বর্গ হতে-
আসবে প্রিয়া চাঁদনী রাতে!
উধাও হবে 'ভক্ত প্রিয়ারা'!
ধন্য হবে কবি তখন-
প্রিয়ার সাথেই বাসর রাতে!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বেস আবেগী লেখা ভালই লাগলো . সুভো কামনা
ওয়াহিদ মামুন লাভলু ভালোলাগার মানুষকে নিয়ে লেখা প্রেমের কথাগুলি খুব সুন্দর হয়েছে। খুব ভাল লাগলো। শ্রদ্ধা জানবেন।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
Qumrul Hasan Riad ভাল। তবে আরো ভাল করতে হবে
ওয়াছিম প্রেমময় কবিতা, ভালো।
ruma hamid মাশাআল্লাহ ! লিখে যাও ছোট ভাইয়া, পড়া লেখা যেন ঠিক থাকে।
একনিষ্ঠ অনুগত লিখতে থাকুন... আর এ লেখাটি চলতি সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালো হতো।।

১৭ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪