কবিতাবিহীন ব্যস্ত জীবন

ভৌতিক (নভেম্বর ২০১৪)

আল ইমরান
  • ৬৩
আর যদি ফুল না ফোটে কবিতার কাননে,
সুর্যোদয়ের সবুজাভ আলোয় না মাতে মন,
তবে ভেবে নিও ব্যস্ত আছি খুব ।
ব্যস্ত আছি নটা-পাঁচটার বদ্ধ কাঠামোয়,
ব্যস্ত আছি বাজারের ফর্দের জটিল হিসাবে।
শীতের রাতে যদি কুয়াশায় না টানে মন,
আখের ধারালো পাতায় জমা হীরক শিশির আর
খেজুরের পাতা থেকে ঝরে পড়া টুপটাপ
যদি মনে না জাগায় শিহরণ তবে জেনো,
ব্যস্ত আছি খুব মোটা কম্বলের তলায়।
আর যদি মাঝরাতে চাঁদ দেখে
মরে যেতে ইচ্ছে না হয়, শিমুল গাছে জাগা
পেঁচার ডাক শুনে আর যদি গা ছমছম না করে,
তবে জেনো এখন আমি সভ্য যুবক।
তখন আর কেউ বাউন্ডুলে বলে গালি দেবে না,
দু-সপ্তাহের না কামানো দাঁড়িতে তখন
আর কেউ চালাবে না বিদ্রুপের ক্ষুর।
যদি আনমনা হয়ে না গুনি শুকনো ডালের
অবশিষ্ট কটা হলুদ নিমের গোটা,
জেনো পৃথিবীটা চলবে ঠিকঠাক।
শুধু কবিতার খাতায় আর বিচ্ছিরি আাঁকিবুকি
যদি না করি তবে জেনো পৃথিবী ঘুরবে সুর্যের চারিপাশে
তখন অদ্ভুদ আলোয় পৃথিবীকে দেখতে হবে না আর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রান্ত বিডি খুব সুন্দর হল।।।।।
ওয়াহিদ মামুন লাভলু পেঁচার ডাক শুনে গা ছমছম না করাটা অস্বাভাবিকতা। ভালো লাগল। শ্রদ্ধা জানবেন।
জীবিত কবির জন্য শ্রদ্ধার চেয়ে শ্রাদ্ধই (সমালোচনা) উপাদেয়। তবুও ধন্যবাদ। শ্রদ্ধেয় কে না হতে চায় বলুন!
মাহমুদ হাসান পারভেজ দুর্দান্ত কথামালা। ...........পড়তে পড়তে নিজেও ’কবি’ হয়ে উঠলাম না জানা কোন কবিতার-যেটা লেখাই হয়নি তবে জানা হয়ে গেছে। শুভকামনা।
poet is a man speaking to men. মনে হচ্ছে আমিও কবিতায় অন্যদের সঙ্গে একটু আধটু কথা বলতে শিখছি। ধন্যবাদ বিষয়টি দেখিয়ে দেয়ার জন্য
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
মুহাম্মাদ লুকমান রাকীব কবিতাটি পড়ে কবি জীবনানন্দের মনে পড়ে গেল। ভাল হয়েছ। আমার কাছে ভাল লাগল।শুভকামনা।।"আমার গল্প কবিতার পাতায় আসার নিমন্ত্রণ করে গেলাম।আসলে ধন্য হব হে প্রিয় কবি বন্ধু।"
ঘুরে এলাম আপনার পাতায়। মা'কে নিয়ে আবেগি লেখাটা পড়লাম। আর ভাই জীবনানন্দের সঙ্গে তুলনা করে লজ্জায় ফেলবেন না। কবি ও বিশিষ্ট সাহিত্য সমালোচক ফিলিপ সিডনির সজ্ঞায়ন অনুযায়ী আমি বোধহয় Poet Ape (বাদর কবি)'র গোত্রভুক্ত হব। জীবনানন্দ মহান কবি।
একনিষ্ঠ অনুগত লেখা ভালো... ভুতুরে আমেজটা থাকলে বিষয়ভিত্তিক হতো।।
বিষয় ধরে কবিতা লেখাটা আমার হয় না। কেমন যেন ফরমায়েসি মনে হয়। স্বতঃস্ফুর্ততাও নষ্ট হয় বলেই মনে করি। ধন্যবাদ
মাইদুল আলম সিদ্দিকী ভালো লিখেছেন কবি, শুভকামনা রইল।
ওয়াছিম চমৎকার হয়েছে।

০৯ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪