বিমোহ

প্রত্যয় (অক্টোবর ২০১৪)

মাইদুল আলম সিদ্দিকী
  • ২১
  • ২৫
ঘাসের উপর জমে থাকা শিশির—
পা দ্বারা পিষ্ঠ করি ভোর বেলাতে
দূর্বার শিশির-স্নান দেখব বলে; বিনিময়ে-
শীতের সকালের এক ইঞ্চি প্রচণ্ড ঠাণ্ডা অনুভূতি আমার,
সাথে দূর্বার হাসির খুঁত-খুতানি পায়ের পাতায়।
কিন্তু, সব আনন্দই বৃথা তুমি না এলে!

প্রখর রোদের শেষে ভাপসা বিকেলের ফড়িং
যেভাবে প্রিয়ের খোঁজে বীরত্ব দেখায়;
সেভাবে বীর না হয়ে ভীরু ফড়িং-এর মত লেজ বাড়াবো
তুমি সেই লেজ টিপে দিবে আর আমি দেহ বাঁকিয়ে
অধর অনামিকায় বুলিয়ে সুখ চুষে নেব।
তারপরও কি নিশ্চুপ থাকবে!

কভু যদি দস্যু মেঘ তোমার সুখ ঢেকে দেয়, তখন—
চিলের মত হাত দুটিকে ডানা করে উড়তে না পারলেও
আপন হাতে বানানো ঘুড়ির ডানায় ভর করে মেঘের চোখে
বিষ ঢেলে অন্ধ করে দিব, তখন তুমি হাসবে।
তোমাতে দূর্বার মুখের হাসির প্রতিরূপ পাবো আমি,
তোমার আনন্দ-স্নান অবলোকন করব। মেঘ, শিশিরের মত-
মিশে যাবে আমার ঘুড়িকে নিয়ে, কিন্তু তোমার আনন্দ-স্নান
আমার ঘুড়ি হারানোর কষ্ট ভুলিয়ে দূর্বার খুঁত-খুতানি হয়ে শিহরিত করবে।
আমি খুব প্রত্যয়ী; অন্তত এই ইচ্ছাটা তুমি পূরণ করবেই!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া সুন্দর লেখা। ভাল লাগল
এত আগেই ভোট এর সময় শেষ কেন? ভোট দিতে পারলাম না বলে দুঃখিত।
শুভকামনা আপনার জন্য আপু; ভালো আছেন নিশ্চয়? ভোটের চেয়ে অনেক মূল্যবান আপনার মন্তব্য, ভালো থাকুন সবসময়।
মোজাম্মেল কবির শুভ কামনা রইলো।
শুভেচ্ছা নিবেন ভাইয়া
মোহাম্মদ সানাউল্লাহ্ ভীষণ ভাল লাগল অাপনার চমৎকার কবিতাটি।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য; সুভেচ্ছা নিবেন।
জসীম উদ্দীন মুহম্মদ প্রখর রোদের শেষে ভাপসা বিকেলের ফড়িং যেভাবে প্রিয়ের খোঁজে বীরত্ব দেখায়; সেভাবে বীর না হয়ে ভীরু ফড়িং-এর মত লেজ বাড়াবো-------- হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে খুব যত্ন করে লেখা অনবদ্য কবিতা !! শুভেচ্ছা জানবেন প্রিয়কবি!
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধাভাজন।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।
অনুপ্রেরণা পেলাম, সতত শান্তি কামনা করছি।
মীর মুখলেস মুকুল sundar kobita, bhalo laglo, amake vote korar jonna thanks
শুভেচ্ছা দাদা তার সাথে শুভকামনা।
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর জীবনানন্দ দাস বলেছেন, ‘উপমাই কবিত্ব’- আপনার কবিতাটি পড়ে মনে পড়ে গেল। মন ছুঁয়ে যাওয়া উপমা। খুব ভাল লাগল।
শুভেচ্ছা নিবেন, শ্রদ্ধাভাজন। খুব অনুপ্রেরণা পেলাম।
প্রজ্ঞা মৌসুমী প্রথম দুটো লাইন পড়ে গতানুগতিক কবিতা হবে ভেবেছিলাম... ' দূর্বার হাসির খুঁত-খুতানি' ছাড়া প্রথম প্যারার সেরম কিছু ভালো লাগেনি। ২য় প্যারায় শব্দ/দৃশ্যের কাজ অপূর্ব লেগেছে। শেষ প্যারাটাও সুন্দর। উপমার রিপিটেশন হলো- যেমন দুর্বার খুঁত-খুতানি, আনন্দ-স্নান। একই কবিতায় চমকটা দুবার হয়ে গেলে প্রথমবারের ধাক্কাটা ২য়তে এসে স্বাভাবিক নিয়মে কমে যায়। অবশ্য কবিতার প্রয়োজনে আসলে কোন ক্ষতি নেই। বিমোহ-এর জন্য শুভ কামনা
চমৎকার বলেছেন। ২য় প্যারাটাই আসলে মূল চমক এই লেখাটার, শেষ প্যারাটায় রিপিট টা খুব দরকারই ছিল। শুভেচ্ছা আপু, কেমন আছেন?
ওয়াহিদ মামুন লাভলু প্রিয় মানুষটি না এলে সত্যিই সব আনন্দই বৃথা হয়ে যায়। কবিতার কথাগুলি দুর্দান্ত। খুব ভাল লাগলো। ভোট আমি আগেই দিয়েছিলাম। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ শ্রদ্ধাভাজন; শুভেচ্ছা নিবেন।

১৬ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪