বিজয় '৭১
বিজয় সংখ্যা
মোট ভোট ২৬ প্রাপ্ত পয়েন্ট ২.৭২
comment ৩৯
favorite ২
import_contacts ১৯১৯
রক্তে ভেজা লাল কাপড়টা আজও পড়ে মনে,
জড়িয়ে আছে সকল স্মৃতি জীবনের প্রতিটি ক্ষণে।
এমন কিছু সময় আমাদেরজীবনে আসে,
চোখের সামনে ঘটে যাওয়া প্রতিচ্ছবি ভাসে।
কেমন করে এদেশেতে পড়ল অশুভ ছায়া,
কতমা ছাড়ল তাদের প্রিয় জনের মায়া।
দিনের শেষে কাপুরুষের বেশে ঢুকল অত্যাচারি,
হাজারো লোকের প্রানগেল,মান হারাল নারী।
নয় মাস যুদ্ধ হল বন্য পশুর সাথে,
নিরীহ বাঙালি করল ধারন অস্ত কামান হাতে।
৭১'এর হত্যাকান্ড আজও কাদাঁয় প্রান,
বুদ্ধিজীবী,কৃষক,শ্রমিক রাখল দেশের মান।
দেশের তরে লাখো জীবন উৎসর্গ করে দিল,
তারি বিনিময়ে লাল সবুজের পতাকা হাতে পেল।
এইতো ছিল মুক্তিযুদ্ধের ছোট্ট একটা ছবি,
স্বাধীন দেশে প্রতিদিনই উঠছে সোনার রবি।
জড়িয়ে আছে সকল স্মৃতি জীবনের প্রতিটি ক্ষণে।
এমন কিছু সময় আমাদেরজীবনে আসে,
চোখের সামনে ঘটে যাওয়া প্রতিচ্ছবি ভাসে।
কেমন করে এদেশেতে পড়ল অশুভ ছায়া,
কতমা ছাড়ল তাদের প্রিয় জনের মায়া।
দিনের শেষে কাপুরুষের বেশে ঢুকল অত্যাচারি,
হাজারো লোকের প্রানগেল,মান হারাল নারী।
নয় মাস যুদ্ধ হল বন্য পশুর সাথে,
নিরীহ বাঙালি করল ধারন অস্ত কামান হাতে।
৭১'এর হত্যাকান্ড আজও কাদাঁয় প্রান,
বুদ্ধিজীবী,কৃষক,শ্রমিক রাখল দেশের মান।
দেশের তরে লাখো জীবন উৎসর্গ করে দিল,
তারি বিনিময়ে লাল সবুজের পতাকা হাতে পেল।
এইতো ছিল মুক্তিযুদ্ধের ছোট্ট একটা ছবি,
স্বাধীন দেশে প্রতিদিনই উঠছে সোনার রবি।
আরও দেখুন