শান্তি

রাত (মে ২০১৪)

সুগত সরকার
  • ২০
নতুন মেঘের ঠোঁট ছুঁয়েছে
চাঁদের তুলতুলে গাল
আকাশের রঙ্গমঞ্চে আলো ছায়ার খেলা,
কাল পেঁচাটা উঁকি দিচ্ছে আবডালে।
রাতের কালো আঁচলে
মুখ ঢেকেছে সৃষ্টিকর্তা;
দূরে কোথাও থেকে
ভেসে আসছে থিয়েটারের সংলাপ -
নৈশভোজে আস্তিনে লুকোনো আঁচরের স্বাদ
চেটে নিচ্ছে নাগরিক রাজপথ - ভোঁতা জিভ।
বিছানায় প্রতিদিনের মধ্যবিত্তের লুকোচুরি খেলা,
প্রশ্বাসে - নিঃশ্বাসে ঘর্মাক্ত গন্ধ -

ফুটপাতে সদ্যজাত শিশুর ক্ষুধার্ত চীৎকার
আর ডাস্টবিনে নেংটি ইঁদুরটার তাণ্ডব,
চোখের জল মায়ের উশর বুক ছুঁয়ে
পড়ছে বাস্টার্ডটার মুখে। আর
নেংটিটার বুকে, এইমাত্র থাবা বসাল
কালের পেঁচা। পরম শান্তি -
সমাজ থেকে মুক্তি পেল যা অযাচিত।
রাতের নিস্তব্ধতা ভাঙছে বেশ্যা মায়ের কান্না।
শহুরে নেড়িগুলো অপেক্ষায়, কখন ক্লান্তিতে
মায়ের চোখে বুজে আসে। মহাভোজ। আজ
মহাভোজ। শহুরে চোখে জাল বুনছে ঘুমপোকা
উঃ! পাগলীটা কী ভীষণ চেঁচাচ্ছে।
দক্ষিণের জানালাটা বন্ধ করে দাও।
শান্তি। পরম শান্তি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুগত সরকার আজ ভীষণ হতাশ লাগছে যে " শান্তি " -এর মত একটি মর্মস্পর্শী কবিতা পাঠক হৃদয়ে জায়গা করতে পারল না । এই কবিতাই আমি গরিয়াহাট মোড়ে চাক্ষুষ করা একটি ঘটনাকে তুলে ধরে একটা প্রতিবাদ জানাতে চেয়েছি । দুঃখের বিষয় তা পাঠক হৃদয়ে দাগ কাটতে ব্যর্থ । তাই পাঠকদের নির্বাচিত ২৫ টি কবিতার মধ্যে আসেনি ....
আখতারুজ্জামান সোহাগ ‘উঃ! পাগলীটা কী ভীষণ চেঁচাচ্ছে। দক্ষিণের জানালাটা বন্ধ করে দাও। শান্তি। পরম শান্তি।। ’ কিভাবে লেখেন এত সুন্দর করে!
আপনার মত সহৃদয় মানুষের শুভেচ্ছা থাকলে আরও ভাল লেখার চেষ্টা করব ।ধন্যবাদ ।
Abdul Mannan চমৎকার লেখনী , ভালো লাগলো। পাতায় আমন্ত্রণ....
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর হইছে
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
ক্যায়স বেশ গভীর লেখা। ভালো লাগলো
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
আলমগীর সরকার লিটন খুবি ভাবনাময় কবিতা ভাল লাগল
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
জসীম উদ্দীন মুহম্মদ অনবদ্য কবিতা -------- খুব ভাল লেগেছে দাদা । শুভেচ্ছা নিবেন ।
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
এফ রহমান কোন মাত্রার কবিতা এটা?
কবিতার মাত্রা ঠিক করার আধিকার একমাত্র পাঠকের , কবির সেই আধিকার নেই। ধন্যবাদ ।
আমি আপনার সাথে একমত নই। কবিতার মাত্রা তিন প্রকার ছন্দবৃত্ত, মাত্রা বৃত্ত এবং অক্ষরবৃত্ত। এবং এই মাত্রা মেনেই একজন কবি কবিতা লিখলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস।
মাফ করবেন , মাত্রাবৃত্ত, ছন্দবৃত্ত এবং অক্ষরবৃত্ত এগুলি কবিতার মাত্রা নয়- ছন্দের তিনটি প্রকার। এই প্রকার ভেদে মুক্ত দল ও রুদ্ধ দল ১ মাত্রা ও ২মাত্রা হয়ে থাকে। (যেমন ছন্দবৃত্তে সকল দল ১ মাত্রা, মাত্রাবৃত্তে মুক্ত দল ১মাত্রা রুদ্ধ দল২ মাত্রা ইত্যাদি) তাই কবিতার মাত্রা বলতে আপনার মত আমার কাছে স্পষ্ট নয়। মাননীয় বন্ধু আরেকটি কথা বলতে চাই যে কবিতার বয়স তো কম হল না, তা এখন আর নাই বা আকাদেমিক মাপামাপি করলাম। ভরসা রাখুন এতে বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হবে না।
তাওহিদুল ইসলাম নোমান অসাধারণ। আমন্ত্রণ রইলো আমার কবিতায়।
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।
রোদের ছায়া ঘরের দরজা জানালা বদ্ধ করে আমরা নিশ্চিন্তে থাকি, জীবনের সেই ঘুন ধরা চিত্রটা আমাদের দেখাই হয়না , আপনার কবিতার মাধ্যমে দেখলাম। অসম্ভব ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ । আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা ।

১৩ মার্চ - ২০১৪ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪