পর্ণ কুটিরে রাত

রাত (মে ২০১৪)

জমাতুল ইসলাম পরাগ
  • ১১
  • ১২
এইখানে কুটিরে নেমে আসে রাত
আঁধারে ছেয়ে থাকে আসে না প্রভাত
কত কাল কত যুগ হয়েছে অতীত
ফাগুন আসে নি কভু রয়ে যায় শীত।

এইখানে কুটিরে ঘুমহীন একা
স্বপ্নেরা দূরদেশে মিলে না দেখা
কবে সেই রবি ডোবে মনে নাহি পড়ে
সেই থেকে আলো নেই এই কুটিরে।

এইখানে কুটিরে আসে না যে চাঁদ
কবে শেষ দেখেছি জোছনা অবাধ
মনে পড়ে না আর রয়েছে স্মৃতি
ভালবাসা আসে না, আসে না প্রীতি। 

কবে সেই ঢুকেছি কুটিরে আমি
কেমন আছি শুধু জানে হৃদয়-যামী
এতকাল পরেও তো আলো দেখি না!
পর্ণ কুটিরে আর ভোর নামে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ক্যায়স কবে সেই ঢুকেছি কুটিরে আমি কেমন আছি শুধু জানে হৃদয়-যামী এতকাল পরেও তো আলো দেখি না! পর্ণ কুটিরে আর ভোর নামে না। বেশ চমত্কার কবিতা... ভালো থাকবেন কবি..
ধন্যবাদ অশেষ বাঁধন ভাই শুভ কামনা
Gazi Nishad অসাধারণ (৫) আমার কবিতায় আমন্ত্রণ রইলো দাদা।
দীপঙ্কর বেরা Tabuo asha thak , bhalo laglo suvechha
আখতারুজ্জামান সোহাগ দীর্ঘতম রাত্রি শেষে পূব আকাশ রাঙিয়ে সূর্য উঠুক, রাতের আকাশে উঠুক চাঁদ, সারা আকাশে খেলা করুক শরতের ছেঁড়া-পাল মেঘ। শুভকামনা আপনার জন্য।
ওয়াহিদ মামুন লাভলু এইখানে কুটিরে আসে না যে চাঁদ কবে শেষ দেখেছি জোছনা অবাধ মনে পড়ে না আর রয়েছে স্মৃতি ভালবাসা আসে না, আসে না প্রীতি। চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
শ্রদ্ধা নিরন্তর্। ভাই ভাল থাকবেন
রোদের ছায়া ছন্দে ছন্দে এক টানে পড়ে ফেললাম কবিতাটি, খুব ভালো লাগলো।
ওসমান সজীব ভালো লেগেছে কবিতাটি
গুণটানা নৌকা ভালো
ভাই, জীবন নৌকার গুণ টানতে গিয়ে আর সময় হয়ে ওঠে না আপনাদের কে জবাব দিতে, তাই দেরী হয়
আপেল মাহমুদ রবি বুঝি চিরদিনের জন্য অস্ত গেছে! ধন্যবাদ জানবেন।
মাঝে মাঝে তা ই মনে হয় আপেল ভাই। আঁধারি-আলেয়ায় জীবন হচ্ছে ক্ষয় অহরহ।

০৫ মার্চ - ২০১৪ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪