বলতো বলতো মেয়ে

কৈশোর (মার্চ ২০১৪)

জোহরা উম্মে হাসান
  • ২৫
বলতো বলতো মেয়ে , কোন সময় কাটিয়েছ তুমি শুধুই
আনন্দ গানে
রুপলী নাও সন্ধেয়, মাঠে , ঘাসে , প্রজাপতি বাগানে !
বলতো বলতো মেয়ে , কখন ছিল না লেখাপড়া , মায়ের তাড়া
রান্না বাড়া
ছিল না কল তলা , বাড়ী ভাড়া , হরতাল , চাঁদাওয়ালা !
বলতো বলতো মেয়ে , কখন চাঁদ আলো নায়ে ছড়া কাটা
সাদা শন চুল সেই বুড়ি সনে
কখনও দোকা , কখনও বা একা , কখনও বা সমস্বরে !
বলতো বলতো মেয়ে , ফুল কেন ফোটে , পাখি কেন গায়
নদী কেন বয় ভাটায় উজান টানে
তারপর চলে যায় , চলে যায় কোন বেলা সাগর পানে !
বলতো বলতো মেয়ে , ফেলে আসা দিন ভাল, কত ভাল
নাকি ভুলে যাওয়া
থাক এই কাছে আসা , তুলে রাখা যত সব কথা যতন করে !

বলতো বলতো মেয়ে, তুমি কোথা আছ , আছ তুমি কোথা
গেছ কি ভুলে
সেই ছেলে বেলা, কৈশোরের খেলা
সেই হাসি মুখ মা, ক্লান্ত বাবা, ভাই বোন
তা ধিন তিন মেলা!
বলতো বলতো মেয়ে, ভোলা কি তোমার সাজে
থাক পড়ে কাজ, থাকো শত কাজে
বেলা যায় বেলা , তবু হায় মন কেন বলে
আহা , যদি ফিরে পেতেম সেই হারানো খেলা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক অসম্ভব সুন্দর ভাবনার শৈল্পিক প্রকাশ....শুধু মেয়ে কেন কেউ ভুলতে পারবে না....অনেক সুন্দর আর শুভ কামনা.....
অনেক ধন্যবাদ মিলন কবিতা পড়ে সুন্দর মন্তব্য দেয়ার জন্য ! মেয়ে কেন ? লিখতে গিয়ে নিজের কথা মনে পড়েছিল তাই !
মিনহাজুল ইসলাম অন্তর দুর্দান্ত ! !!!!!!!! আপু
অনেক ধন্যবাদ অন্তর তোমাকে । ভাল থেক !
বিপ্লব রয় খুব সুন্দর touching the heart
সৈয়দ আহমেদ হাবিব kichuta onno rokom legeche bhalo
ভাল লাগার জন্য অনেক ভাল্লাগা !
আরমান হায়দার এক কথায় অসাধারন!
খুব খুশী হলেম সুন্দর মন্তব্যে !
দুষ্ট মন বেলা যায় বেলা , তবু হায় মন কেন বলে আহা , যদি ফিরে পেতেম সেই হারানো খেলা ! দারুন বর্ণনা। ভাললেগেছে । ভাল থাকুন।
ক্যায়স বাহ ! বেশ ভালো লাগলো কবিতাটি। অনেক শুভকামনা রইল আপু।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে । ভাল থেক !
দীপঙ্কর বেরা মন দিয়ে পড়লাম । ভাল লাগল ।
খুশী হলেম । অনেক ধন্যবাদ !
জাতিস্মর আপা, গল্পেও প্রশংসা। কবিতাতেও। আপনার লেখার সবচেয়ে মজার জায়গা হোল, পড়তে বিরক্ত লাগেনা। প্রশংসা করতে লাগে। কারন আপনি এবং আপনার লেখা এই সাধারণ প্রশাংশার অনেক উপরে অবস্থান করে। একগাদা শ্রদ্ধা সহ ভালোবাসা আর শুভ কামনা।
ওয়লি উল আলিম , যত সুন্দর করে লিখছ ভাই , তাতে খুশী না হয়ে পারা যায় না । তোমার জন্যও রইল আমার অনেক স্নেহ আর দোয়া । ভাল থেক।
অনেক ধন্যবাদ আপা।
মোঃ মহিউদ্দীন সান্‌তু কবিতায় ভালোলাগা, এমন কবিতা সব সময়ই পড়তে ভালো লাগে, অনেক ধন্যবাদ চমৎকার কবিতার জন্য, নিয়মিত লেখা চাই, শুভকামনা রইল।
মন্তব্যে অণুপ্রারিত হলেম অনেক অনেক । ধ্ণ্যবাদ !

১০ ফেব্রুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫