সবাই চলে যাবে ...

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

মিজানুর রহমান রানা
  • ৩৮
সবাই চলে যাবে, যাবে সবাই চলে
এক এক করে পদ্মা-মেঘনা-ভাগীরথী নদীর পানিও যাবে শুকিয়ে
আর অন্য দশটা দিনের মতো, বেলা শেষে সন্ধ্যা হবে
পাখি ডাকবে, আকাশ বিদীর্ণ করে বজ্রপাত হবে।

আমি আর থাকবো না এই শহরে, এই কোলাহল আমার ঘুম ভাঙিয়ে দেবে
কোলাহল আর মানুষের চিৎকার আমি সহ্য করতে পারি না
আমার কান্না আসে, দম বন্ধ হয়ে যায় ঘুঘুর করুণ ডাকে

যে শালিক মরে যায় ঝরে যায় ক্ষীণ সাদা-কালো পালক
বিস্তীর্ণ ক্ষেতের সব ফসল ঝরে পড়ে মাটির গহ্বরে
যে পতঙ্গের ডানা ভেঙ্গে যায়, সুউচ্চ থেকে ডাকে তার আজন্ম সারথি

আমি এসব আর দেখতে চাই না অন্ধকারে পেঁচার মতো বসে বসে
আমি আমার অন্তিম শয়নে করুণা করে পাশে চাই না কাউকে
শুধু নিজকে নিজে প্রশ্ন করবো-
কেনো জন্মেছিলে তুমি এই মৃত শকুনের দেশে? অসহায় বেশে।

যখন মেঘনার জল শুকিয়ে যাবে, যখন ডাকাতিয়ার বুকে চর জাগবে
তখন আমি মনে মনে হাসবো রাক্ষুসীর মতো,
এই দেশটা একদিন মরুভূমি হবে, যেমন আমার হৃদয়টা আজ
ফেটে চৌচির অসহায় সাহারার মতো।

লু হাওয়া, বৃষ্টি নেই, পানি নেই- লবণাক্ত সাগরের বুকে
শুধুই পাল উড়িয়ে কেউ কি মেটাতে পারে বুকভরা তেষ্টা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম খান ভাবটা সুন্দর । শব্দ চয়নে বেশ লেগেছে । শুভ কামনা রইল ।
এশরার লতিফ বিষাদ আক্রান্ত কবিতা। ভালো লাগলো অনেক।
আখতারুজ্জামান সোহাগ ‘লু হাওয়া, বৃষ্টি নেই, পানি নেই- লবণাক্ত সাগরের বুকে শুধুই পাল উড়িয়ে কেউ কি মেটাতে পারে বুকভরা তেষ্টা?’ চারিপাশে ভীষণ লবণাক্ততা। এক ফোঁটা জল নেই তৃষ্ণা মেটানোর। সত্যিই আমরা ভীষণ অসহায়। শুভকামনা কবির জন্য।
সাদিয়া সুলতানা ভাষার অসম্ভব নিপুণ বুনন। হাহাকার জড়ানো। ভাল লাগল। শুভকামনা।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর লিখেছেন। ভাল লাগল । আমার কবিতায় আমন্ত্রণ
সেলিনা ইসলাম আক্ষরীকার্থে খুব সুন্দর সাবলীলভাবে সারা বাংলার মানুষের আকুতি তুলে ধরেছেন কবিতায়! খুব ভাল লাগল কবিতা । সতত শুভকামনা

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪