অস্তিত্ব

ভয় (এপ্রিল ২০১৫)

আনওয়ারুল হক
  • ১৪
  • ৬২
“না না,
অত কাছে এস না!
খানিক দূরত্ব থাক্!
উষ্ণতার আধার তুমি,
ছুঁলেই পুড়ে যাব।
পুড়ে পুড়ে গলে যাব।
গলে গলে বিলীন হব।”

“এই না কাছে টানলে!
কেন ফের দূরে ঠেলা?
কেমন ছল খেলা তোমার?
একবার কাছে টানা!
একবার দূরে ঠেলা!”

“ওভাবে বলো না, সখি!
প্রাণে লাগে বড়!
-এ দূরে ঠেলা নয়
খানিক দূরত্ব রাখা কেবল!”

“ভালই বাসবে যদি,
কেন এই ঠেলাঠেলি?
কাছেই তো টেনেছিলে;
একটু শীতল পরশ চেয়ে!
বলেছিলে, তুমি একা
শীতল সান্ত্বনার কাঙাল তুমি!
আমাকেও মুগ্ধ পেয়ে
নিজের করে নিলে।”

“শীতলতা চেয়েছি বটে,
উত্তাপ তো চাই নি!
আগুন লেগেছে মনে,
দেহে তার উত্তাপ।
এসেছ জ্বালানি হয়ে,
নেভাবো কী দিয়ে?”

“অমন করো কেন?
কী আমার অপূর্ণতা?
উত্তাপেই বা ভয় কী?
হৃদয় শীতল কর
ভালবাসা দিয়ে।”

“কাছে এস তবে,
আরো কাছে,
একটু আদর দেবো,
একটু সোহাগ...!
একটু ভালবাসা...!”

“এলাম কাছে,
ভালবাসা দাও,
আমাকে পূর্ণ কর
হৃদয় উজাড় করে।”

“এ কি!
এত কাছে কেন?
কিছুটা দূরত্ব রাখ!
যে দূরত্বে বজায় থাকে
দু’জনের অস্তিত্ব!”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল আমিন Oooow...osadharon romantic poetry...
এস আহমেদ লিটন অনেক সুন্দর। শুভেচ্ছা শতত।
এফ, আই , জুয়েল # বাহ ! অনেক সুন্দর একটি লেখা ।।
নাসরিন চৌধুরী এ কি! এত কাছে কেন? কিছুটা দূরত্ব রাখ! যে দূরত্বে বজায় থাকে দু’জনের অস্তিত্ব!” -----ভাল লিখেছেন। শুভ কামনা
ক্যায়স “ভালই বাসবে যদি, কেন এই ঠেলাঠেলি? কাছেই তো টেনেছিলে; একটু শীতল পরশ চেয়ে! বলেছিলে, তুমি একা শীতল সান্ত্বনার কাঙাল তুমি! আমাকেও মুগ্ধ পেয়ে নিজের করে নিলে।” ভালো লাগলো কবিতা । অনেক অনেক শুভেচ্ছা ও ভালোলাগা রেখে গেলাম । আমার পাতায় আমন্ত্রন রইল।
ফরহাদ সিকদার সুজন ভালো লাগলো ভাই চালিয়ে যান........ ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ রইলো ভাই।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...কিছুটা দূরত্ব রাখ!...। ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা আর ভোট রইল।
মোঃ শফিকুল ইসলাম সোহাগ মীর শুধু মন্তব্ব নয় সাথে প্রাপ্প ভোট রেখে গেলাম , শুভ কামনা

১৫ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪