গণি মিঞার মাঠ নিয়ে আরো কিছু কথকতা

আহমাদ মুকুল
০৬ ফেব্রুয়ারী,২০১২

‘গণি মিঞার মাঠ ও ওরা ক’জনা’ নামে একটা গল্প রিখেছিলাম গ্রামবাংলা সংখ্যায়। আজ খুঁজতে বসলাম- কেমন আছে সেই মাঠটি। কেমন আছে ঐ মাঠের খেলোয়াড়রা। গণি মিঞাই বা কেমন আছেন, তাঁর মাঠের খেলোয়াড়দের নিয়ে।

 

.....মাঠে খেলা হচ্ছে আজো। কেমন যেন ছাড়াছাড়া। সফল অসফল খেলোয়াড়রা যেমনই হোক, সেদিনও মাঠে নৈপূণ্য দেখাচ্ছিল! .....মাঠের পাশে গল্পগুজবের ঘরে হঠাৎ শোর উঠলো, বেশ কলরব চলল কিছুদিন। হয়তো কিছু যৌক্তিক, কিছুটা অযৌক্তিক হৈচৈ-এ খেলোয়াড়দের মনোযোগ ছুটে গেল। এদিকে আচমকা বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত। লক্ষ্য নিশানা হারিয়ে ফেললো ক’জনা। হতাশ হল নৈপূণ্যে মুগ্ধ দর্শকেরা।

 

কর্দমাক্ত মাঠে এলমেলো দৌড়াদৌড়িতে সুবেশী খেলোয়াড়দের পোশাক বিনষ্ট। গণি মিঞ্রা চোট পেলেন অন্তরে। তাঁর মাঠের জয়ন্তি সামনে। বিপর্যস্ত স্বপ্নে আলোড়িত হন তিনি! হতবুদ্ধি হন নতুন ক্রীড়া কম্পপ্লেক্স গড়ার পরিকল্পণা নিয়ে। খেলোয়াড় না থাকলে কিসের মাঠ, কিসের আয়োজন? ছোট্ট একট আঘাত দিলেন। গল্পগুজবের ঘরে লাগিয়ে দিলেন বিরাট এক তালা। তবে মাঠটি এখনো খোলা।

 

.....কাদা ধোয়ার জল নেই আশেপাশে। কারো কারো কান্নায় কর্দম কিছুটা সরলেও, এত ময়লা তাতে যাবে কি? মাঠের আবর্জনা সরাতে আরেকটা বৃষ্টি দরকার। ঝুম বৃষ্টি। সবাই অপেক্ষায়, এই মাঘ মাসে আকাশ ভেঙে বৃষ্টি নামুক।

 

বৃষ্টি আসার আগ পর্যন্ত আসুন গণকান্নায় মাতি। আপনার আমার চোখের নোনা জলে দেখি কতটা শুদ্ধ হতে পারি।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# গণি মিয়ার মাঠের বেহাল দশা দেখে খুবই কষ্ট লাগছে। অনেকদিন বাদে যেসব ভালো খেলোয়াড় এসেছিল নিজেদের খেলাকে ঝালাই করে নিতে আর নবীনদের নিজেদের দক্ষতা শেখাতে তারাও হতাশ হয়ে এখন সাইড লাইনে বসে আছে। তারা অপেক্ষায় আছে আবার কবে মাঠ শুকাবে, মাঠ খেলার উপযুক্ত হবে। গণি মিঞা আবার কবে নতুন উদ্যমে খেলার মাঠে মনোযোগ দিবে সেই আশায় অপেক্ষা করছে তারা।
পাঁচ হাজার অনুশোচনায় হৃদ্য হোক সম্পর্ক আর কান্নায় শুদ্ধ হোক অন্তর। বড়'র বড় গুন আবার দেখালেন। ভক্তিপূর্ণ সালাম আপনাকে। গণি মিয়ার মত চরিত্র কখনো ভেঙ্গে পড়ে না। উঠে দাড়াবেই , ক্রীড়া কমপ্লেক্স হবেই........................
Azaha Sultan মুকুল দা, ভাল রেখেছেন নাম, ‌'গণি মিঞা'। বলব এবার, অই মিঞা, আমাগো রে ডাণ্ডা মেরে ঠাণ্ডা করেন; মাইনেস ডিগ্রি তাপেও আমাগো এত ঘাম ঝরে কিল্ল্যায়.........হা হা হা....হাসি আবার কাঁদি......গণি মিঞার মন ভাল নেই, আমাদেরও মন ভাল নেই....
Dr. Zayed Bin Zakir (Shawon) খুব কষ্ট পেলাম এই লেখাটা পরে মুকুল ভাই. জানি না কি হতে যাচ্ছে!
আহমাদ মুকুল ইনশাল্লাহ আমরাই করবো জয়। সবাই। তার আগে একটু অনুশোচনার জল ঝরুক।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১২
Dr. Zayed Bin Zakir (Shawon) thiki bolechhen vaiya! shob dushto poravuto hok! amader angon pobitro hok!
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১২
মিজানুর রহমান রানা কর্দমাক্ত মাঠে এলমেলো দৌড়াদৌড়িতে সুবেশী খেলোয়ারদের পোশাক বিনষ্ট। গণি মিঞ্রা চোট পেলেন অন্তরে। তাঁর মাঠের জয়ন্তি সামনে। বিপর্যস্ত স্বপ্নে আলোড়িত হন তিনি! হতবুদ্ধি হন নতুন ক্রীড়া কম্পপ্লেক্স গড়ার পরিকল্পণা নিয়ে। খেলোয়াড় না থাকলে কিসের মাঠ, কিসের আয়োজন? ছোট্ট একট আঘাত দিলেন। গল্পগুজবের ঘরে লাগিয়ে দিলেন বিরাট এক তালা। তবে মাঠটি এখনো খোলা।-----------------বর্তমান সময়ের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। ----------------

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i