আমি একদিন তরুকে বলেছিলাম, তরু বড় হয়ে তুই আকাশ হোস, আমার মতো গাছ হোস না! কিশোরী তরু গ্রীবা উঁচিয়ে মায়াবী চোখে জানতে চেয়েছিল, আকাশ হলেই কী আর গাছ হলেই কী? আমি ব্যাখ্যা করিনি, প্রশ্নকর্তার দিকে তাকিয়ে হেসেছি।
বিশ বছর পর তরুর সাথে দেখা। ঠিক বুঝলাম, বোকা তরু গাছই হয়েছে। যেখানে ও দাঁড়িয়ে আছে যেখানটা জুড়ে শুধু শেকড় আর শেকড়......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।