আমি ক্ষুদার্ত আমি তৃষ্নার্ত
আতংকিত আমি বন্দী
হাত পুড়ে গেছে আমি দগ্ধ
আমি প্রচন্ড আহত
আমি স্বজন হারা দেশহীন উদ্বাস্তু
আমার কোনো ঘরবাড়ি নেই
কোনো ঠিকানা নেই
ভিটেমাটি হারা আশ্রয়হীন
আমি প্রচন্ড ক্লান্ত!
আমি অসহায় আমিই ভরসা
আমি অসুস্থ চিকিৎসাহীন
আমি বয়োজ্যেষ্ট বৃদ্ধ আমি নারী
আমি অধিকারহীন শিশু
ভাঙা স্কুল, মসজিদ, হাসপাতাল,
পাঠাগারে জ্বলছে আগুন
আমার প্রিয় পুত্র প্রিয়তমা বলে কিচ্ছু নেই
আমার চোখে জল শুকিয়ে গেছে
বারুদে ভরা বাতাস রক্তে ভেজা মাটি
আমি গুলিবিদ্ধ গিনিপিগ
আমি অসহায় মজলুম আমি নির্যাতিত
আমি শাসিত আমি শোষিত
নিজদেশে অবহেলীত পরবাসী আমি পরাধীন
ওগো অনন্তকালের মুক্ত আকাশ
আদিঅন্ত নির্মাতা
তুমি একটু সহায় হও
আমরাও বাধাহীন বাঁচতে চাই হাসতে চাই
নিজ স্বাধীন দেশে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন