০১
আরশিতে নিজেকে দেখি আর মনে মনে বলি
কে তুমি ?
এই গ্রহে পা ফেলার এতটুকুন জায়গা পাব
কি আমি ?
০২
বিশ্বাসের ভিত ঝড়ে উড়ে যায়, নীরব তাকিয়ে দেখি
সুতার বাঁধন ফু দিলে ছিঁড়ে যায় , বুঝি না কোনটা আসল
আর কোনটা মেকি !
কপোল বেঁয়ে অশ্রু ঝরে, নিত্য দুঃখের পাহাড় গড়ে
মনের ক্ষত শুধুই বাড়ে
একলা ঘুরি নদীর পাড়ে !
০৩
হিসাব যদি নিতেই যাও; আরও কিছু দুঃখ দাও
মরা গাঙে আসুক পানি
আমি কেন এত দামি
যা বুঝার এখনই বুঝে নাও !!!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।