তারা নয়নে মারে, তারা ভ্রুতে মারে
তারা কাজলে মারে, তারা সুর্মায় মারে
তারা ঠোটে মারে, তারা হাসিতে মারে
তারা চলনে মারে, তারা বলনে মারে
তারা অঙ্গে মারে,তারা রঙ্গে মারে
তারা চুলে মারে, তারা চূড়ায় মারে
তারা আশকারায় মারে, তারা মাশকারায় মারে
তারা ঘোমটায় মারে, তারা খেমটায় মারে
তারা ছলায় মারে, তারা কলায় মারে
তারা সঙে মারে, তারা ঢঙ্গে মারে
তারা শূরায় মারে,তারা শরাবে মারে
তারা শয়ানে মারে, তারা জাগরনে মারে
তারা সরবে মারে, তারা নিরবে মারে
তারা রুপে মারে, তারা রুপায় মারে
তারা দহনে মারে, তারা সহনে মারে
তারা অঞ্চলে মারে, তারা চঞ্চলে মারে
তারা তিলে মারে, তারা দিলে মারে
সে বাঁধে, আমি ধি
সে নারী।
.....................
" তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শুন্যগগণ বিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-
তুমি আমারি, তুমি আমারি,
মম অসীমগগন বিহারী।।
-
রফিকুল ইসলাম সাগর ভালো লাগলো।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৫ অক্টোবর, ২০১৫
-
নাঈম রেজা দখিনা বাতাসে বাতায়নের দারে ফেলেছ দু চোখের জল, এ কষ্ট তুই দিলি কারে হৃদয় দুয়ার খুলে একবার বল।। যার দুঃখে কাপত তোর বুক সেই বুকে আঘাত করে খুজে নিলি সুক, যত আমা যত ভালবাসা তত আছে বিরাহ,ব্যাকুলিয়া হৃদয় ডাকিলে নিদয় চৈতালী প্রেম, ছিড়েছ হৃদয় নিয়েছ বিদায় ভেঙ্গেছ চোকের ফ্রেম, ডাগর কাল নয়নে এখন কেউ চাইনা। বিজুলিয়া প্রেমে বিজয়ী নারীভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ২ অক্টোবর, ২০১৭
