জ্যৈষ্ঠ সেদিন পালিয়ে গেলো
আষাঢ় এলো বাড়ি
দুইজনাতে নেই যেন ভাব
কেবল আড়াআড়ি
জ্যৈষ্ঠ যখন ঘামে ভেজায়
আষাঢ় ভেজায় বৃষ্টিতে
জ্যৈষ্ঠ জেদি আগুন হাওয়ায়
আষাঢ় অনাসৃষ্টিতে
আষাঢ় গেলে শ্রাবণ আসে
সেই বা কিসে কম
সাথে আনে কালো আকাশ
বৃষ্টি ঝমঝম
দু দিন পরে হারায় কোথা
ভুল করে পথে
ভাদ্রকে রেখে যায়
আশ্বিনের রথে
তাল পাকা সে গরমে
পাক ধরে চুলে
আশ্বিনি ঝড়ে দেখো
গাছ-পালা দোলে ।
এরপরে ঘরে ঘরে
আসে পাকা ধান
নিয়ে আসে দুই ভাই
কার্তিক -আঘ্রাণ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।