দেশের অবস্থা যাচ্ছেতাই রকম খারাপ, কি রাজনৈতিক কি অর্থনৈতিক কি সামাজিক যেদিকেই তাকাই নানা বিরূপ পরিস্থিতির । বিশেষ করে গত এক মাসের কিছু বেশি সময় ১৯৭১ এর রাজাকার-আলবদর এর বিচারের রায় নিয়ে দেশে যে তোলপাড় শুরু হয়েছে তাতে আমরা সাধারন মানুষ হয়ে পড়েছি অসহায় ।হরতালের পর হরতাল , অকারনে মানুষ মারা , শহীদ মিনার ভাঙ্গা , জাতীয় পতাকার অবমাননা , ধর্মীয় নানা অজুহাতে প্রার্থনালয় ভাঙচুর ঠিক যেন অরাজক অবস্থা বিরাজ করছে দেশজুড়ে ।
ঠিক এই সময় এই গুমোট পরিবেশে এক টুকরো মুক্ত বাতাসের মতো বাংলাদেশ ক্রিকেট দল আরও একবার মানুষের মনে খুশির দোলা দিলো। দেশের নাম আরও একবার উজ্জ্বল করলো বিশ্বের বুকে।
শ্রীলংকার গল এ চলছে বাংলাদেশ-শ্রিলংকার মধ্যকার টেস্ট ম্যাচ । এতে বাংলাদেশের ৩ জন ব্যাটসম্যান শতকের দেখা পেয়েছেন । একজন তো রীতিমত দেশের পক্ষে ইতিহাস রচনা করে প্রথম ২০০ রান করেছেন। শুরুর দিকে শ্রীলংকার রানের পাহাড় দেখে আমরা কজনই বা ভাবতে পেরেছি এতো দৃঢ়তার সাথে বাংলার দামাল ছেলেরা মোকাবেলা করতে পারবে লংকানদের।
বাংলার টাইগারদের জানাই আন্তরিক অভিনন্দন বিশেষ করে আশরাফুল, মুশফিক আর নাসিরকে । শুভকামনা থাকলো আগামি দিনগুলোর জন্য। আমরা আরও একবার আনন্দে ভাসতে চাই , আনন্দে কাঁদতে চাই ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।