দু চামচ বিশুদ্ধ তেল তাতিয়ে নিলে
যখন তুমি সকালে
ভাবছি এবার যাবেই বুঝি হিম
রুটির সাথে ছিল ভাজা আলু
ভালবেসে আনলে তবু
পোঁচ করা ডিম ।
খেতে খেতে পড়লো মনে
লংকা কুঁচি দিয়ে
চিড়ে খেতে লাগে দারুন
ভাজা হলে ঘিয়ে ।
মুড়ি মাখায় থাকে যদি
খাঁটি সর্ষের তেল
ন্যাড়া যাবে বেল তলায়
যতই পড়ুক বেল ।
(খানাপিনা সিরিজ-১)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
-
তানি হক হা.. হা..দারুন মজা পেলাম আপু .. :) //মুড়ি মাখায় থাকে যদি খাঁটি সর্ষের তেল ন্যাড়া যাবে বেল তলায় যতই পড়ুক বেল ।...// সন্দেহ নেই বেল তলায় যেতেই হবে :))ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৩০ দিন আগে
-
নৈশতরী দারুন হয়েছে... ;)ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৩০ দিন আগে
-
নাজনীন পলি আমিও মজা পেলাম!ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৩০ দিন আগে
-
জাহাঙ্গীর অরুণ হুম সুন্দরভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৩০ দিন আগে
-
কনিকা রহমান .............. জিভে জল এসে গেল ভাই ! কতদিন খাইনা খাঁটি সরিষার তেই আর ঘি / এসব খেতে আমি বেলতলা যেতেও রাজি ....ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ৬ দিন আগে
-
এফ, আই , জুয়েল # মুখরোচক খাদ্যের লোভ দেখানো সব রকমারী আটেমের বয়ান অনেক সুন্দর হয়েছে । কবির খাদ্য লোরুপ মনের কিছুটা ইঙ্গিত এখানে পাওয়া যায় ।।ভালো লেগেছে . প্রত্যুত্তর . মুছে ফেলুন . ১১ মে, ২০১৪
