যা কিছু সময় ছিল চেয়ে দেখবার, জানি তার কিছু নেই আর
যাপিত জীবন শুধু স্মৃতি হাতড়ায়, স্মৃতি হয় শুধু হাহাকার।
অনেক পাওয়ার ছিল, পাইনি কিছু
বেদনার নিঃশ্বাস ছোটে পিছু পিছু
চোখের আড়াল হলে যে চোখে নিতাম
তোমার নয়ন জল, সুখে হারাতাম
নিঃকামনার দেশে ছিলনা কিছুই
ভালোবেসে ভালোবাসা শুধু হারাতাম।
একটু বাসনা ছিল তোমাকে পাবার
তারো চেয়ে বেশি ভয় ছিল হারাবার
হারাবো জেনেই সুখ সাগরে ভাসাই
প্রেমের হৃদয় তরী দূর পারাবার।
যা কিছু সময় ছিল চেয়ে দেখবার, জানি তার কিছু নেই আর
যাপিত জীবন শুধু স্মৃতি হাতড়ায়, স্মৃতি হয় শুধু হাহাকার।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।