ভালোই ছিলে, তুমি অজানা ছিলে যখন
হৃদয়ের অনন্ত জিজ্ঞাসা ছিল
ছিল অফুরন্ত ভালোবাসা,
তোমার প্রত্যাশায় ছিল নির্বাক দৃষ্টি তখন।
অজানা ছিলে হয়তো, অচেনা ছিলে না
তোমাকে জানতে চেয়েছি, বিনিদ্র রাতের সুপ্ত তিমিরে
একটি অবাঞ্ছিত জীবনের প্রার্থনা ছিল
অশান্ত পৃথিবীর লক্ষ কোটি তারার কাছে।
তারাও জানে তোমার বিকশিত চেতনায়
নব-দিগন্তে নব-জাগরনের সমাহার।
ভালো লাগল, ভালোবাসার সৃষ্টির কাছে
আমাকে আমার মত করে দেখলাম
ভাবলাম প্রথম প্রেমের স্নায়ু দুর্বলতা বুঝি
হার মানলাম ভ্রান্ত ধারনার কাছে, অতি সংগোপনে
নীরবে নিভৃতে। সৃষ্টির অদূরদর্শী রহস্যের অন্তরালে
সমাজের নিষ্ঠুর পরিনতির কাছে।
তখনও অজানা ছিলে, ভালোই ছিলে,
একটি অবাঞ্ছিত জীবনের কাছে,
হৃদয়হীন এক উদাস বাউলের কাছে
ভালোই ছিলে,
বিবেক বিদ্রোহী অবিনশ্বর এক আত্মার কাছে।
ভালোই ছিলে, আমার প্রার্থনার নির্মম স্বাক্ষী
সৃষ্টির রহস্যের কাছে, লক্ষ কোটি তারার কাছে।
অথচ আমার প্রার্থনায়ও ছিলে ,
তুমি প্রতি মূহুর্তের নীরব সাধনার স্বাক্ষী।
কিন্তু কি আশ্চার্য্য ! অবিনাশী প্রেমের দীপ্ত শিখা
তোমাকেও পুড়িয়ে মারলো।
তবে কি অর্ন্তযামী ----- ?
পরাজিত হলাম দুজনেই
একান্ত নীরবে নিভৃতে, অন্তরের আত্মার কাছে
বিদ্রোহী বিবেকের কাছে, প্রথম প্রেমের কাছে
অতি সংগোপনে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।