জীবনের লক্ষ্যহীন পদযাত্রা
স্ফীত হাস্যে ঘুড়ে বেড়ানো
পৃথিবীর নাট্যমঞ্চে।
তৃষিত বেদনার অজস্র অভিলাষ
খড় খুঠো হয়ে, যায় ভেসে বন্যায়,
বন থেকে বনান্তে।
সেখানে সুখ নেই, আছে দুঃখ - আছে বেদনা
সুন্দর মুখশ্রীর আড়ালে লুকানো
ঘৃণ্য এক সভ্যতা।
পেছনের পাতা উল্টালে দৃষ্টি ঝলসায়,
সুখের পদচিহ্ন আছে আঁকা, প্রতি পাতায়।
কুহেলিকায় জড়িয়েছিল এক ব্যর্থ প্রয়াস
অতঃপর খুঁজে পেলাম এক নির্মম সত্যতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।