advertisement
ময়না টিয়া কাক কোকিলে
বসে একটি ডালে,
বলে তারা কতো কথা
কে থাকে কি হালে।
ময়না বলে কাক বোবা
টিয়া বলে না,
কোকিল বলে আমার মত
গান জানে না।
কাক সরমে কয়না কথা
শুধু মাথা নারে,
তার কর্কশ কন্ঠ শুনে,
সরম দিবে তারে!
তাদের কথা তারাই বুঝে
আমরা কি আর বুঝি,
পরের স্বার্থ নেইকো আতাত
নিজের স্বার্থই খুজি।
advertisement
আমরা কি আর বুঝি,/
পরের সার্থে নেইকো আতাত/
নিজের সার্থই খুজি। // -------- চমৎকার! ধন্যবাদ কবি।