ডেঙ্গুর প্রাদুর্ভাব
যাচ্ছে দেশে বেড়ে,
মানুষের অমূল্য প্রাণ
নিয়ে যাচ্ছে কেড়ে।
সবাইকে একযোগে
থাকতে হবে সাবধান,
মশারী ব্যবহারে
হতে হবে আগুয়ান।
টায়ার ও ডাবের খোসায়
আছে যত পানি,
পরিস্কার করতে হবে
আমরা তা জানি।
এডিসের প্রজনন স্থান
করি সবে ধ্বংস,
তাতে এডিস মশা
বাড়াতে পারবে না বংশ।
সবাই শপথ নেই
আঙ্গীনা রাখবো সাদা,
তবেই ডেঙ্গু কখনো
ছড়াতে পারবে না কাঁদা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন