দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিলো। চলছিলো এই কঠোর লকডাউন। কিন্তু ঈদের আগে লকডাউন শিথিল করায় হাজার হাজার মানুষ শহর থেকে গ্রামে চলে যায়। কথা ছিলো ঈদের পর আবার ১৫ দিনের জন্য লকডাউন পালন করতে হবে। ফলে অনেক শ্রমিক গ্রামেই থেকে যান। কিন্তু গতকাল ঘোষণা দেয়া হয়, ১ আগষ্ট থেকে শিল্প কারখানা খোলা হবে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়ে। কিন্তু তা হলো না। শিল্প কারখানা খোলায় ঘোষণায় এখন হাজার হাজার শ্রমিক গ্রাম থেকে শহরে আসছে। ফলে স্বাস্থ্যবিধি মানার কোন সুযোগই নেই। লকডাউনের মাঝপথে শিল্প কারখানা খুলে দেয়াতে করোনা ঝুঁকি আরো বাড়বে বলেই বিশেষজ্ঞদের ধারনা। এর মধ্যেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন