বেশি কথা কয় দাদা
কম ভার বয়
তিল থেকে তাল করে
করে নয়ছয়।
হাবভাবে কী হনুরে
কাজে কাটছাট
ঝোপ বুজে কোপ মারে
হেভি মারকাট।
জানে দাদা অল্পই
ঠাটবাট বেশি
কত্তার কাছে গেলে
সারহীন ভুষি।
দাদা মোর মহামুনি
ঝাড়ে সাধু বাণী
খায় রুটি হালুয়া
লাল-নীল পানি।
৬ আগষ্ট ২০১৬
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।