বিবাগী প্রেম

সূর্য
৩০ মে,২০১৩

.................................☼

: এখানে ঘাস ফড়িং পালা করে কাটে
সুখের ফসল, দিন রাত্রির ব্যাবধান...

 

:: তুমিইতো বলেছ, ভালবাসা ঝুলে থাকে
কাঠ ঠোকরার ঠোঁটে, অবিরত স্লোগানে
মাছরাঙা প্রেম, টুপ করে জলে ডোবে
বলো নি কী, পিঁপড়ের পিঠে হাটে স্বপ্ন যতো
অত:পর ডুবে ডুবে যায়...


: ওপারে হিজল তলায় এক বড় গিরগিটি
রয়েছে পাহাড়ায়, আমার চোখে হেটে যায়
বিবাগী আধার, জল ছোয়ার বল কই মাছরাঙার?
যদি গাইতে সপ্ত ডিঙ্গার গান ভাটিয়ালী
যদি চাতকীর চোখে অবিরত দেখতে সপ্তর্ষী...


:: শুধু কী আমার দায়? আমাকে ঘিরে আছে
শকুনী চোখ, জল হাওয়ার দূরত্ব বলো
কিভাবে পেরোই? তবু যদি বাড়াতে দু’হাত
যদি ডেকে যেতে জোনাকীর আলোয়...


: আকাশ ভেঙ্গেছে বৃষ্টির ছাট
ক্ষুদ্র আমি, নগন্য, কী সাহসে মেলি পাখা?
নিরাভরণ জোছনায় কতটুকু আলো আমার?
তুমি খুজে পেতেই না...


:: এভাবে বলো না, আর বলোনা কখনো
যদি ভালবাসো, যদি বুকের ভিতর এখনো বাজে
ঝর্ণাধারার গান, তুমি চলে এসো, বাধ ভাঙ্গা
শ্রাবণ সন্ধায়, শাড়ীর আঁচল পেতে রাখবো দুয়ারে...


: গলে গলে বয়ে গেছে দূরন্ত সময়
হৃদয় দূর্গের দুয়ারও ভেঙ্গেছে সেই কবেই
তবে কেন এখনো অপেক্ষায়? স্বপ্ন
বয়ে বয়ে ক্লান্ত পিঁপড়ে, হারিয়েছে দিক
যদি পূণ:জন্ম হয়, যদি ফের ভালবাসো...


:: দোহাই তোমার, এক জনম দূর্ভিক্ষ
ঠেলে দিও না, থাকুক তবু ভালবাসা
কাঠ ঠোকরার ঠোঁটে বেঁচে, মাছরাঙার
বিবাগী আধার ভাগ করে নেবো, সুখের ফসল
কেটে নিক ঘাস ফড়িং...

 

: তোমাকে দেবার কিছুই যে রইবে না, আমার
অনাবাদী প্রেম, একটু শুধু ভালবাসার কাঙ্গাল
যদি দিতে পারতে! ডুবে যেতো মাছ রাঙা
ভালবাসা বয়ে নিয়ে দিক হারাতো না পিঁপড়ের
সারি, অথচ দেখো তোমাকেই মনে করে, আজো
ঘুমন্ত রাজকুমার...


:: স্থায়ীত্ব চেয়েছি, সে কী পুরো রাজত্ব?
সুখী হবো ভেবে ভেবে কত সূর্য ডুবেছে
শীতলক্ষ্যায়! অথচ আমার দিকে প্রতিদিন
সূর্যোদয়...


: আলোর অন্ধকারে ঢেকেছিল তোমার মন
উজার হতে শেখোনি, উজার করতে জানোনি
শেকল চড়াতে চেয়েছ পরিযায়ী পাখির পা'য়
সেইতো তার পুরো রাজত্ব, বন্দী পাখির বুকে
ভালবাসা বেঁচে থাকে কখনো?


:: তবে কী মরুভূমি রাত? নি:শব্দ জলে
ডুবে যাওয়া? অনেক হারিয়েছি, আর কতো বলো?


: শীতলক্ষ্যা থাকুক এপাড়-ওপাড়, সেতু হয়ে
বয়েসী বটের মতো আমি রব স্থির-অবিচল
তবু দুপাড়ের সঙ্গমে বাধা হয়ে থাকুক নদী,
তোমার ছায়া দেখে দেখে কাটবে আমার
অনন্ত সময়, বিবাগী প্রেম...

...........................

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুজিত দেব রায় অথচ আমার দিকে প্রতিদিন সূর্যোদয় ............ভালো লাগলো ..........
ঈশান মাহমুদ তুমি চলে এসো, বাধ ভাঙ্গা শ্রাবণ সন্ধায়, শাড়ীর আঁচল পেতে রাখবো দুয়ারে... বাহ ! চমৎকার আহ্বান। মুগ্ধ হলেম। :-)
সূর্য এতো অনেক বড় প্রাপ্তী- মানুষের মুগ্ধতা। ধন্যবাদ ঈশান। :
তানি হক শীতলক্ষ্যা থাকুক এপাড়-ওপাড়, সেতু হয়ে বয়েসী বটের মতো আমি রব স্থির-অবিচল তবু দুপাড়ের সঙ্গমে বাধা হয়ে থাকুক নদী, তোমার ছায়া দেখে দেখে কাটবে আমার অনন্ত সময়, বিবাগী প্রেম.. মনে হল অনেকদিন পরে এমন সরলতায় ডুবানো একটি অসাধারন কবিতা পড়লাম ... জার এক একটি প্যারা অন্যটির চেয়ে আরও সুন্দর ... আরও সুন্দর ... ধন্যবাদ সূর্য ভাই আপনার এই কবিতা পরে মন আবেগে ভেসে গেলো ...
সৈয়দ আহমেদ হাবিব একরাত নিদহারায় এক সাগর প্রেম এক বুক ভালবাসা কবি যদি নেন!
সূর্য ভালবাসা না নেয়ার মতো বধির আমি নই। :) অনেক শুভেচ্ছা
রোদের ছায়া ''দোহাই তোমার, এক জনম দূর্ভিক্ষ ঠেলে দিও না, থাকুক তবু ভালবাসা কাঠ ঠোকরার ঠোঁটে বেঁচে, মাছরাঙার বিবাগী আধার ভাগ করে নেবো, সুখের ফসল কেটে নিক ঘাস ফড়িং.''............এতো সুন্দর শব্দ কোথায় খুঁজে পান বলুন তো !!
সূর্য ভোর রাত, প্রায় ৪টা মতো হবে। ঘুম আসছিল না, বার বার মনে হচ্ছিল "সুখের ফসল পালা করে কাটে ঘাসফড়িং"। খুব জ্বালাচ্ছিল বাক্যটা, নাহ্ আর পারলাম না। মেয়ের খাতা নিয়ে লাইনটা লিখলাম তার পর সে লাইনটাই টেনে নিলো শেষ পর্যন্ত। (অনেক বছর পর কবিতা খাতায় লিখেছি [:-)]

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

নভেম্বর ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i