চিলেকোঠাতে আর, নেইতো সেপাই
লম্পট ভুরি ভুরি
ছাদেতে মাতাল- মাঠেরও আকাল
বারন ওড়ানো ঘুড়ি
ফুটেছে সে ফুল, শিউলি তো নয়
বাঁশঝাড়েতে ঝেপে
ইঁদুরের দল-করে খলবল
ধ্বসেছে প্রাসাদ কেঁপে
হরিহর ও গেল, পালিয়ে ওপাড়
আত্মাখানি দেশে
দেশপ্রেমিক সব, ঠাই নিয়েছে
ফেসবুকেরই পেজে
বসুন্ধরা হায়, সেও যে ভ্রষ্টা
বীরেরা বন্দি জেলে
ব্রুটাস পেল স্বর্ণ মুদ্রা
মীরন রাজার ছেলে ...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।