শৈশব গেল কৈশোর গেলযৌবনে পড়লো পাবন্ধু বিহীন কাটিয়ে দিলামসারাটি জীবন একা।বন্ধু নামের কত যাত্রীওঠে আমার নায়খেয়ার তরী বাঁকে বাইতেইদেখি তারা কেউ নাই।প্রকৃত বন্ধু সেই হয়নিঃস্বার্থে থাকে যে পাশেজীবনের কিছু গোপন কথাবলা যায় শুধু তাকেই।পথভ্রষ্ট হলে রাস্তা দেখাবেদুখ...
মোহাম্মদ সানাউল্লাহ্
রবিন রহমান আপনার ইয়ার মেট । এডওয়ার্ড কলেজ থেকেই পাশ করেছে । সে তো নিয়মিতই লিখে যাচ্ছে । ওর মত আপনিও তো ভাল লিখেন তবে অনিয়মিত কেন ? আশা করি ভাল আছেন এবং লিখে যাবেন ।
সেলিনা ইসলাম প্রথমেই স্বাগতম এই ভুবনে। কবিতার মূল টপিকটা বর্তমান সময়ের একটি মারাত্মক সমস্যা। সত্যিকার বন্ধু পাওয়া এখন যায়না বললেই চলে। সবাই আমরা সত্যিকার ভাল বন্ধু খুঁজে চলি কিন্তু কেউ কি একবারও ভাবি আমি নিজে কারো ভাল বন্ধু হতে পারলাম কিনা? এভাবে ভাবলে দেখা যাবে একদিন... আরও দেখুনপ্রথমেই স্বাগতম এই ভুবনে। কবিতার মূল টপিকটা বর্তমান সময়ের একটি মারাত্মক সমস্যা। সত্যিকার বন্ধু পাওয়া এখন যায়না বললেই চলে। সবাই আমরা সত্যিকার ভাল বন্ধু খুঁজে চলি কিন্তু কেউ কি একবারও ভাবি আমি নিজে কারো ভাল বন্ধু হতে পারলাম কিনা? এভাবে ভাবলে দেখা যাবে একদিন এই সমস্যা অনেক কমে যাবে। তবে একটা কথা মনে রাখা প্রয়োজন নিজের মনের কথা মনে রাখাই নিরাপদ যখনই তা মন থেকে মুখে এসে শেয়ার হয়ে যাবে তখন কিন্তু তা আর নিরাপদ বা নিজের কন্ট্রোলে থাকে না। তাই ব্যপারটা অনেক ভেবে চিন্তে দেখা বাঞ্ছনীয়। কবিতা লেখার চেষ্টা অব্যাহত থাকুক সেই শুভকামনা। ধন্যবাদ শেয়ার করার জন্য। কম
মন্তব্য করুন