রিমন-এর সন্তানের কাছে বাবার শেষ চিঠি উপর রিমন কমেন্ট করেছেঃ @ইফতেখার -- কবিতা পড়ার জন্য ধন্যবাদ. আসলে আমি জে বাস্তবতা এর সম্মুখীন হয়েছি কারো জেন এমন না হয়, আর nite নিচে এ হিন্টস দিয়েছি এই কারনে জে, এটা নিছক কবিতা নয়, এটা আমার হৃদয় এর রক্তক্ষরণ hy
রিমন-এর বাবাদের কাঁদতে নেই-তাও বাবারা কাঁদেন উপর রিমন কমেন্ট করেছেঃ @রাহেলা চৌধুরী chowdhury---- বাবা জদি নিজে অনুভব করেন কষ্ট তাহলে সেটা কবিতার ভাষা হয়ে প্রকাশিত হবে, জেমনটা হয়েছে আমার ক্ষেত্রে
এমদাদ হোসেন নয়ন-এর আমার সিক্ত পৃথিবী উপর রিমন কমেন্ট করেছেঃ "সৌন্দয্যে অপুরান"----- অপুরান কি ভাই?
আহ! কি কবিতা!! আপনার মত মহান কবির দেখা পেয়ে জীবনটা ধন্য হয়ে গেল !!!
তৌহিদ উল্লাহ শাকিলবাবারা কাঁদেন-
ডুকরে ডুকরে, ফুঁপিয়ে ফুঁপিয়ে,
যে কান্না বিধাতা ব্যতীত শোনার অধিকার নেই কারো।
// আজ অনেক দিন পর আবার বাবাকে মনে হলো প্রচন্ড বেগে . আমি যখন ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে ফেলে হাসপাতালে চিকিত্সাদিন ছিলাম তখন দেখতাম আমার মরহুম বাবা লুকিয়ে লুকিয়ে... আরও দেখুনবাবারা কাঁদেন-
ডুকরে ডুকরে, ফুঁপিয়ে ফুঁপিয়ে,
যে কান্না বিধাতা ব্যতীত শোনার অধিকার নেই কারো।
// আজ অনেক দিন পর আবার বাবাকে মনে হলো প্রচন্ড বেগে . আমি যখন ফুটবল খেলতে গিয়ে পা ভেঙ্গে ফেলে হাসপাতালে চিকিত্সাদিন ছিলাম তখন দেখতাম আমার মরহুম বাবা লুকিয়ে লুকিয়ে কাদতেন . একদিন আমি বলেছিলাম বাবা তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না . সুতরাং বুঝতেই পারছেন বাবা কেমন করে কাদে আর কেমন করে ভালোবাসে. সুন্দর মনের পরিচ্ছন্ন কবিতা .
সাইফ চৌধুরী
ভাই রিমন, অসাধারন অনুভুতি নিয়ে কবিতা টি চমৎকার করে তুলেছ। আমি সত্যি অবাক সুন্দর একটি কবিতা বাবা কি নিয়ে লিখলে। অনেক ভালো লাগলো। পড়তে যেমন সুন্দর কবিতার কথা গুলো আরও সুন্দর। শুভেচ্ছা রহিল।।
রনীল
বাবাদের না দেখানো সবকিছুর মাঝে
যে অসীম মমতা মাখানো আছে,
সেখানে কষ্টের লাগামহীন বাতাসে
মমতার দুয়ার ভেঙ্গে বেরিয়ে আসে-
বোবা চিৎকার আর কান্না।
.... এই লেখার প্রকৃত মর্ম তিনি ই বুঝবেন- যাকে তাঁর পুত্রের লাশবহন করতে হয়েছে...
মোঃ মিজানুর রহমান তুহিন
ami valo likhte parina,akhane shikhte ese kobi hoye gelam tai nijer kase nijeke grinito mone hoy.ar apnader moto guni manuser somalochona to vagger so ...
শিশির সিক্ত পল্লব
বাবাদের না দেখানো সবকিছুর মাঝে
যে অসীম মমতা মাখানো আছে,
সেখানে কষ্টের লাগামহীন বাতাসে
মমতার দুয়ার ভেঙ্গে বেরিয়ে আসে-
বোবা চিৎকার আর কান্না।..........খুব ভালো লাগলো......
আজ ৩৬৫ দিন-আমার মন কাঁদে ক্লান্তিহীন।।আজ তোর অন্তর্ধান দিবসে তোকে নতুন করে আর কি মনে করব;তুইতো আমার কাছে পুরনো হয়ে যাসনি-মন থেকে মুছে যায়নি তোর তীরোধানের বিষাক্ত তীরের জ্বালা।সারাদিনের শ্রম শেষে, ঘরে ফিরে যখন তোর প্রস্থান স্থানের দিকে তাকাই;কষ্টের ছোপ ছ...
শিশির সিক্ত পল্লব
আজ ৩৬৫ দিন আমার চোখে শান্তির ঘুম নেই,
আজ ৩৬৫ দিন আমি তোর চেহারাটা মনের গভীরে লালন করেছি সযত্নে,
এমন মায়ায় কেন যে জড়ালি তুই আমাকে,
আর মায়ার বাঁধন ছিন্ন করে কেনইবা প্রথম আসমানে খেলা করছিস.........অনেক কষ্ট নিয়ে লিখেছেন...আমিও কষ্ট পেলাম........খুব ভালো .......
সূর্য
প্রথম থেকেই একটা হারানোর কষ্ট লেগে ছিল। আবেগটা পুরোটাই উপলব্দিতে এসেছে। তবে ঠিক কবিতা হয়ে উঠেছে বলে আমার কাছে মনে হয়নি। একটা কষ্টের অনুগল্প মনে হয়েছে............ ভাল থাকা এবং ভলো লেখার কামনা রইল.......
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার
সন্তান হারানোর সুতীব্র বেদনা আপনার দুটো কবিতাটেই স্পষ্ট। আপনার বেদনাকে তাই সংজ্ঞায়িত করতে চাই না। প্রত্যাশা করি- আপনি আর আপনার স্ত্রী দু'জনেই সদানন্দে থাকুন :)
মিজানুর রহমান রানা
তোকে স্পর্শ করার সাহস পাইনি,
তোর নিথর দেহের দিকে একবার তাকিয়াছি মাত্র,
সারাজীবন মনে রাখার জন্য একবারই যথেষ্ট ছিল-----------আর কি বলবো, কবিতায় তো আপনিই হৃদয় নিংড়ানো কষ্টের কথা বলে দিলেন। ধন্যবাদ।
খোরশেদুল আলম
মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কিন্তু পৃথিবীর সবচাইতে কঠিণ কাজ এবং সবচাইতে বেশীকষ্ট পিতার কাঁধে সন্তানের মৃতদেহ - সঠিক আবেগের প্রকাশ হয়েছে কবিতায়, ভালো লাগলো, কবির জন্য শুভকামনা।
সেলিনা ইসলাম চিঠিটা পড়তে পড়তে সন্তান হারা বাবা মায়ের আর্তনাদ শুনতে পেলাম সান্ত্বনা দেবারমত ভাষা নেই তবে আপনাদের অশ্রু সাগরে এই লেখার সব পাঠকদের এক বিন্দু করে হলেও কয়েক ফোটা জল আছে যা হয়ত সোনামনিকে আবার আপনাদের কোলে ফিরিয়ে আনবে অন্য কোন রুপে । আল্লাহপাক আপনাদের ধৈর্য শ... আরও দেখুনচিঠিটা পড়তে পড়তে সন্তান হারা বাবা মায়ের আর্তনাদ শুনতে পেলাম সান্ত্বনা দেবারমত ভাষা নেই তবে আপনাদের অশ্রু সাগরে এই লেখার সব পাঠকদের এক বিন্দু করে হলেও কয়েক ফোটা জল আছে যা হয়ত সোনামনিকে আবার আপনাদের কোলে ফিরিয়ে আনবে অন্য কোন রুপে । আল্লাহপাক আপনাদের ধৈর্য শক্তি দিন । ভাল থাকবেন । আল্লাহ হাফেয
ওবাইদুল হক
আবেগের সাথে আমি লিখতে বাধ্য হলাম । জীবনে এমন যেন কারো কপালে না হয় । তাই সেরাটাই দিলাম । অতি অতি অসাধারন । পারলে আমার কষ্টেক দেখে আসিও । ধন্যবাদ ।
নিরব নিশাচর
.........কিভাবে আপনার ভাগ্যের উপর মন্তব্য করব? সব বিষয় নিয়ে তো মন্তব্য করা যায় না... ইনশাল্লাহ, আপনার সন্তান বেহেস্তবাসী হবেন... আল্লাহ আপনাকে শক্তি দিক, অসীম শক্তি... মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা অনেক কম ক্ষমতা রাখি... আমরা অনেক কম ক্ষমতাবান...
রিমন
@ইফতেখার -- কবিতা পড়ার জন্য ধন্যবাদ. আসলে আমি জে বাস্তবতা এর সম্মুখীন হয়েছি কারো জেন এমন না হয়, আর nite নিচে এ হিন্টস দিয়েছি এই কারনে জে, এটা নিছক কবিতা নয়, এটা আমার হৃদয় এর রক্তক্ষরণ hy
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখারব্র্যাকেটের অংশটুকু না পড়লে হয়তো এটাকে নিছক একটা কষ্ট বিষয়ক সৃজনশীল কর্ম ভেবে বসে থাকতাম। মন্তব্যে বলতাম- আপনার ভাষায় গভীরতা আছে। কিন্তু এখন বলব, বাস্তবতা আমাকে আন্দোলিত করে গেছে। আপনার দুঃখে আমিও দুঃখিত। কষ্টের মধ্যেও আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন তা সত্য... আরও দেখুনব্র্যাকেটের অংশটুকু না পড়লে হয়তো এটাকে নিছক একটা কষ্ট বিষয়ক সৃজনশীল কর্ম ভেবে বসে থাকতাম। মন্তব্যে বলতাম- আপনার ভাষায় গভীরতা আছে। কিন্তু এখন বলব, বাস্তবতা আমাকে আন্দোলিত করে গেছে। আপনার দুঃখে আমিও দুঃখিত। কষ্টের মধ্যেও আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।
মন্তব্য করুন