শৈশবে থেকেই ছিলে, তুমি আমার চেনা, ভালবাসা কারে কয়, তখন ছিল অজানা। যখন আমি দিয়েছি পা সবে কৈশোরে, ভালবাসা তখনো মোর জাগেনি অন্তরে। তবে অন্তর আমার এতটুকু বুঝত, অনেক বেশী তোমায় ভাল লাগত। হেনা, তোমার কি কভু মনে পড়েনা? সেদিন তুমি করেছিলে আল্পনা। লিখেছিলে তুমি আম...
দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, হরতাল দিয়ে তাইতো কেউ দেশপ্রেম করে চাঙ্গা। বলতে পারিস কার জন্যে হরতাল তরা করিস, জনস্বার্থে হয় যদি তা, মানুষ কেন পুড়িস? দেশপ্রেমের আজকাল বদলে গেছে সংজ্ঞা, তাইতো বুঝি হরতাল দিয়ে বহাস রক্তগঙ্গা! হরতাল দিয়ে মানুষ মারা, এই ব...
সুমন
হরতাল এখন আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নেই, হরতাল এখন নিজেই অন্যায়ে পরিণত হয়েছে। "পাকিস্থানের যে স্বপ্ন দেখে, তাড়াও সে রাজাকার" আপনার সাথে একমত। ভাল লাগল।
আরাফাত ইসলাম
আসলে স্থান, কাল, পাত্র ভেদে দেশপ্রেম এর স্বরূপ-টা ভিন্ন ! হয়তো বা আমাদের কাছে সেটা গল্পের বইয়ে বা জাদুঘরের পুরার্কীতির মতো সংরক্ষিত !! বাস্তবতা বিচার করলে অনেকের হয়তো আসল জায়গায় হাত চলে যায় !!! (যথেষ্ট সাবলীল লিখেছেন !)
মোঃ মহিউদ্দীন সান্তু
বদলে যেতে দেবনা আর দেশপ্রেমের সংজ্ঞা,
এসো হাতে রাখি হাত করি প্রতিজ্ঞা,
এই প্রতিজ্ঞাই বাঁচাতে পারে আমাদের দেশটাকে। বেশ লিখেছেন। শুভ কামনা রইল।
Rumana Sobhan Porag
দলে যেতে দেবনা আর দেশপ্রেমের সংজ্ঞা,
এসো হাতে রাখি হাত করি প্রতিজ্ঞা,
দেশটা আমার, দেশটা তোমার, নয়কো দেশটা তাঁর,
পাকিস্থানের যে স্বপ্ন দেখে, তাড়াও সে রাজাকার।--খুব ভাল হয়েছে। এ অঙ্গিকার আমাদের সকলের।
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। যার আছে টাকা, সেই তো থাকে ঢাকা, সীটের নীচে ঘুরে তার দামী দামী চাকা। টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। অদ্ভুত এ ধরায় কত আজব কাহিনী , টাকার কাছে পরাজিত বিচারের বানী। অধম আমি ব...
শৈশবে থেকেই ছিলে, তুমি আমার চেনা, ভালবাসা কারে কয়, তখন ছিল অজানা। যখন আমি দিয়েছি পা সবে কৈশোরে, ভালবাসা তখনো মোর জাগেনি অন্তরে। তবে অন্তর আমার এতটুকু বুঝত, অনেক বেশী তোমায় ভাল লাগত। হেনা, তোমার কি কভু মনে পড়েনা? সেদিন তুমি করেছিলে আল্পনা। লিখেছিলে তুমি আম...
মোঃ সাইফুল্লাহখুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০... আরও দেখুনখুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা।
তানি হক
একটি কথা রাখছি গেঁথে আমার মনের ভিতর,
অনাবিল প্রেম পুণ্য রাখব আসুক যতই ঝড়।
সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল,
নইলে কিন্তু সোনার জীবন হবে তোমার বিফল। -... চমৎকার ... খুব সুন্দর করে বলেছেন ... আপনাকে ধন্যবাদ জানাই
শাহ্নাজ আক্তার
"সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল" একদম পারফেক্ট কথা , ভালো কাজ ভালো ইচ্ছা হলো মানুষের আসল ধর্ম , ভালো লিখেছেন আপনি| শুভকামনা জানালাম |
bhalo laglo
অর্থ দিয়ে সুখ যাচনা শুধুই বোকামী ।
চমৎকার কথামালা। শ্রদ্ধা জানবেন।