ইচ্ছে গুলো কখনো কখনো কি অদ্ভুত হয়! আজ ইচ্ছে করেই একা একা এ নির্জন সময় পাগল আমি কি ভাবনাই না ভাবছি! তুমি কোথায় আর আমি বা কোথায়? অথচ এ গভীর রাতে যখন খোলা আকাশের নিচে দাঁড়িয়েছি, ভাবছি- তুমি আমার পাশেই আছো, আমার সাথেই বুঝি চাঁদ দেখছো। জানি এ ভাবনা নিতান্তই বৃথা। আবেগে যা কিছু ভাবি, সবই প্রগলভতা।
চাঁদ ও তোমার কি অদ্ভুত মিল বলো- চাঁদের জ্যোৎস্না আছে, তোমারও আছে আলো। চাঁদের আলোয় আলোকিত হয় গোটা পৃথিবী, কিন্তু, তুমিও যে আলো ছড়াও আমার মনের প্রান্ত থেকে প্রান্ত অবধি! তুমিই তো বলো- আমার মনটা নাকি পৃথিবীর চেয়েও বড়!
সহসা আবেগী থেকে রাগী হয়ে উঠলাম- কেনো এই সমাজের মানুষের কাছে আমরা গোলাম? আমি যদি কৃষ্ণ হই আর তুমি রাধা, তবে দু’জনের মিলনে কেনো এতো বাঁধা? ভালোকে ঠেকিয়ে বলি-এটা সমাজেরই কাজ! অথচ তোমাকে-আমাকে নিয়েই এই সমাজ।
আবার কি যেনো ভাবনায় হঠাৎ শান্ত হয়ে গেলাম। খানিকটা শ্রদ্ধায়-খানিকটা ঘৃণায় এ সমাজকে প্রণাম করলাম। কি অদ্ভুত বলতো- এ সমাজে শৃঙ্খল আছে যতো মানুষেরই সৃষ্টি, তবুও মানুষই শৃঙ্খলিত! অথচ তোমাকে নিয়ে আমার ইচ্ছেগুলো যতো সব বন্ধনহীন - সকলই উন্মত্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rubel Chowdhury
চাঁদ ও তোমার কি অদ্ভুত মিল
বলো-
চাঁদের জ্যোৎস্না আছে, তোমারও
আছে আলো।
চাঁদের আলোয় আলোকিত হয়
গোটা পৃথিবী,
কিন্তু, তুমিও যে আলো ছড়াও
আমার মনের প্রান্ত
থেকে প্রান্ত অবধি!
Abdul Mannan
আমি যদি কৃষ্ণ হই আর তুমি রাধা,
তবে দু’জনের মিলনে কেনো এতো বাঁধা?
ভালোকে ঠেকিয়ে বলি-এটা সমাজেরই কাজ!
অথচ তোমাকে-আমাকে নিয়েই এই সমাজ।................সুন্দর ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।