বন্দি জানালা-এপার ওপার

দিগন্ত (মার্চ ২০১৫)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ১৬
  • ৫৩
দুজন দু’ পাশে
লোহার জানালা
যেন ঘোর বিরোধী ।
মাঝখানে ক্ষণিক দূরত্ব
সে যেন আমার কাছে
সীমাহীন দিগন্ত -
কত কাছে তবু কত দূর ।
আমার বাবা
মুখে সেই চিরচেনা হাসি
যেন কিছুই হয়নি ,
আমি স্বাভাবিক
হতে চেষ্টা করি
তবুও হৃদয়ে যে আক্ষেপ –
তোমায় একটু ছুঁতে
না পারার বেদনায়
আমার বিবেক নিজেকে
দংশন করে ,
অর্থহীন লাগে কিছু আপন সম্পর্ক ।
বাবা
তোমার আমার মাঝে
এতটুকু দূরত্ব
কেন অচেনা লাগে,
যেখানে আকাশ আর নদী মেশে
কোন প্রিয়ার বুকে ঘুমায়
অভিলাষী চাঁদ,
ইচ্ছে গুলো ছুটে চলে অজানায় ।
আবার বাস্তবে ফিরে আসি
বাবা কোন কথা বলে না
শুধু অপলক চেয়ে আমায় দেখে ।
আমি বলি- বাবা
তোমার কি মনে আছে
সেই বিকাল বেলা
ঘুড়ি, মুক্ত আকাশে তার উড়াউড়ি ,
এখানে চার দেয়ালে
তোমার আকাশ কেমন বড়?
বাবা
আমার জানতে ইচ্ছা করে ।
আমার বাবার চোখে জল
চোখ ভিজে ওঠে আমারও
লুকিয়ে মুছি ।
বন্দি বাবা-
মাঝে শুধু দু’ হাত দূরত্ব
কেন অসীম মনে হয়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নেমেসিস বেশ আবেগমাখা কবিতা। ভলোলাগা এবং শুভকামনা।
আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ
আনিস রহমান এ এক অন্যরকম বহিঃপ্রকাশ ৷ সুন্দর ৷ আমার বিবর্ণ চারপাশ কবিতাটি পড়ার আমন্ত্রণ রইল ৷
আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ । শুভেচ্ছা
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার কবিতা ! মুগ্ধ হলাম ! ভোটও রেখে গেলাম ।
অনেক শুভেচ্ছা । ভাল থাকবেন
মুন্না বড়ুয়া ভালো লাগল !!!!!!!!! শুভ কামনা নিরন্তর ।
মনজুরুল ইসলাম Valobashar ononno bohiprokash.sohoj kothai valobashar govir o soros uposthiti.onek valo laglo.valo thakben.
আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ । সাবলীল লিখতে আমি পছন্দ করি । এটা সবার কাছে গ্রহণ হলে আমি
আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ । সাবলীল লিখতে আমি পছন্দ করি । এটা সবার কাছে গ্রহণ হলে আমি ধন্য
আপনার সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ । সাবলীল লিখতে আমি পছন্দ করি । এটা সবার কাছে গ্রহণ হলে আমি ধন্য
রুহুল আমীন রাজু valo laglo.....dhonnobad kobike.(amar patai 'kalo chad' golpti porar amontron roilo )
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
ধন্যবাদ সময় করে অবশ্যই পড়ে আসবো
ONIRUDDHO BULBUL বাবার জন্য শুভ কামনা রইল। কবিকে শুভেচ্ছা ও ভালবাসা -

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪