তোমার অপেক্ষায় আজো

আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ১২
  • ১৮
তোমার চোখে চোখ রেখে
স্বপ্ন আকার কথা ছিল,
তুমি বলেছিলে –
স্বপ্ন গুলো হবে অজুত রঙের ।
তুমি যেতে চেয়েছিলে আমার সাথে
মধ্যরাতে জোছনা ধরতে ,
নিরেট চাদের আলো গায়ে মাখতে ।
আমার হাতে হাত রেখে
চলতে চেয়েছিলে
সময় ঘড়ি বন্ধ করে-হাজার মাইল পথ ।
ঝুম বরষায় ভিজতে চেয়েছিলে
সুনসান ফাঁকা রাস্তায় ।
খালি পায়ে মাখতে চাইতে
শিশির কণার পরশ ।
ভোরের আলো ছুঁতে যখন
দু হাত বাড়াতে ,
অবাক আমি দেখতাম চেয়ে
নিস্পাপ মুখ খানি ।
এখন সবি মেকি লাগে
নেই যে তুমি তাই ।
অপূর্ণতার দানব আমায়
কুড়ে কুড়ে খায় ।
খুঁজি তোমায় লক্ষ তারায়
থাকি তোমার পথ পাহারায়,
ফিরে এসো উদাস পাখি
খুব করে যে তোমায় ডাকি ।
দাও না সাড়া
এই বার শেষ-
আর হব না নিরুদ্দেশ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আলমগীর কাইজার nice,,,, মন ছুয়ে গেলো,,,,,
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৭
এম এ রউফ ভাল লাগলো।
মুহাম্মাদ লুকমান রাকীব পড়ে ভালো লাগলো। ছন্দও অাছে বেশ। শুভ কামনা থাকলো।
গোবিন্দ বীন খুঁজি তোমায় লক্ষ তারায় থাকি তোমার পথ পাহারায়, ফিরে এসো উদাস পাখি খুব করে যে তোমায় ডাকি । দাও না সাড়া এই বার শেষ- আর হব না নিরুদ্দেশ ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
আশরাফুল ইসলাম ভাল লাগল।শুভ কামনা রইল।
সেলিনা ইসলাম শেষ তিন লাইন নাহলেও চলত...! সবি =সবই ছোট ছোট কিছু বানান ভুল আছে। তা ছাড়া কবিতা মোটামুটি হয়েছে। আরও সুন্দর সুন্দর কবিতা লিখুন সেই প্রত্যাশায় অনেক শুভকামনা রইল।
জয় শর্মা (আকিঞ্চন) সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইল।
কাজী জাহাঙ্গীর সবুজ ভাই ভাল লিখেছেন,শুভেচ্ছা।

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪