সুদিন তুমি কবে আসবে

কৈশোর (মার্চ ২০১৪)

সাজিদ হাসান
  • ১৪
  • ১৬৪
স্কুল ছুটির পর বাড়ির পথে সেই দুরন্ত ছুট
সন্ধ্যার পর মাঠের ওপাশে পোড়াবাড়ির সেই ভূত
সবই হারিয়ে গেছে
হারিয়ে গেছে আমার ছেলেবেলা ,
শৈশব, কৈশোর ,জীবনের সব অবসর
তবুও তুমি দেখা দিলে না ।
মধ্যদুপুরের প্রখর সূর্যের মত
আমার হৃদয়ভূমিতে শুধু দিয়ে গেলে বিরহের উষ্ণতা
আজি অপেক্ষারত দুচোখের সঞ্চয় শুধু সীমাহীন শূন্যতা ।

তুমি কবে আসবে ?
গোধূলিলগ্নে রঙিন সূর্যের মত
আমার সমভূমিসম শূন্য হৃদয়ভূমিতে
কবে একটু সুখের ছবি আঁকবে!
সুদিন তুমি কবে আসবে ?
কবে আসবে ?
বাবা আমার জন্মের আগেই চলে গেছেন
বাবাতূল্য আজাদ স্যার একদিন আমায় বুকে জড়িয়ে বলেছিল
তুই একদিন অনেক বড় হবি অনেক বড়
সত্যি আমি অনেক বড় হয়েছি অনেক বড়
এতটাই বড় হয়েছি যে স্যারের মৃত্যুখবর আমার কান অবধি পৌঁছেনি ।

মায়ের চোখে ক্ষণে ক্ষণে জমে ওঠা অশ্রু
আর পেটের ভিতর হতে ক্ষুধার্ত পশুর তীব্র স্বর
আমায় স্কুলের গণ্ডি পেরোতে দেয়নি
শহরে কারখানার নাম না জানা যন্ত্রের সাথে কেটেছে আমার কৈশোর ।
তবুও তুমি দেখা দিলেনা !

ব্যথার পঙক্তিমালায় সাজিয়ে আমার হৃদয়ডালা
প্রিয়তমা শতরূপা অন্যের গলে পরিয়েছে মালা
বিকেলের নির্জন বিলে ডিঙি নৌকোয় চড়ে
হাতে হাত ধরে সংসার পাতার সেই স্বপ্নগুলো,
শুধু স্বপ্নই রয়ে গেল ।
জানিনা নিয়তি এই হৃদয়ের ক্যানভাসে
আরও কত বেদনার ছবি আঁকবে
সুদিন তুমি কবে আসবে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক কিশোর প্রেমের কষ্টটা খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন.....ভালো লাগলো,,,,
আলমগীর সরকার লিটন কবিতা এক বাস্তাবতার আর্তনাদের ----------
মোঃ মহিউদ্দীন সান্‌তু বেদনা বিধুর কবিতা, কবিতার প্রতিটি লাইনই খুব ভালো লেগেছে। চমৎকার সাজয়েছেন, অগনিত শুভকামনা।
রোদের ছায়া মন ভারাক্রান্ত হলো কবিতা পড়ে । ভালো লাগা রইলো সাথে শুভকামনা ।
সাজিদ হাসান মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য সকলকে ধন্যবাদ
ওসমান সজীব ব্যথার পঙক্তিমালায় সাজিয়ে আমার হৃদয়ডালা প্রিয়তমা শতরূপা অন্যের গলে পরিয়েছে মালা বিকেলের নির্জন বিলে ডিঙি নৌকোয় চড়ে হাতে হাত ধরে সংসার পাতার সেই স্বপ্নগুলো, দারুন কবিতা ভালো লেগেছে
বশির আহমেদ বিকেলের নির্জন বিলে ডিঙি নৌকোয় চড়ে হাতে হাত ধরে সংসার পাতার সেই স্বপ্নগুলো, শুধু স্বপ্নই রয়ে গেল । শৈশবের সেই মধুর স্মৃতি গুলো মনে করে আক্ষেপ করার কোন কিছু নাই । বর্তমান কে উপভোগ করুন স্মৃতি হাতরে সুখানুভুতি রোমন্থন করুন । ভাল লাগা রইল ।
ওয়াহিদ মামুন লাভলু ব্যথার পঙক্তিমালায় সাজিয়ে আমার হৃদয়ডালা প্রিয়তমা শতরূপা অন্যের গলে পরিয়েছে মালা বিকেলের নির্জন বিলে ডিঙি নৌকোয় চড়ে হাতে হাত ধরে সংসার পাতার সেই স্বপ্নগুলো, কৈশোরের স্মৃতিতে দুঃখের সুর শোনা গেল। খুব ভাল লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
আলমগীর সরকার লিটন সুন্দর লাগল কবিতা

২৪ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫