আজ তোমাকে নিয়ে আর লিখব না ...

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

আরিফ রহমান
  • ১১
  • ১০২
না আজ আমি আর লিখব না
আজ আর লিখব না তোমায়,

এ হাতে কলম তুলেছিলাম
সে কিশোরীর জন্য লিখব বলে
যে কিশোরী শুধু ভাতের জন্য
বিক্রি করে নিজের দেহ,
সস্তা সুরমা আর লিপস্টিকের ঝাঁঝাঁ গন্ধে
যাকে প্রতিদিন দেখি সংসদ ভবনের পেছনে,
ঝোপে অভুক্ত আবর্জনার মত পড়ে থাকে।
বিশ টাকা, চল্লিশ টাকা ঘণ্টা দরে
অভিশাপ বিক্রি করে,
বোকা মেয়েটা জানেও না
তার অভিশাপ শোনার জন্য
ঈশ্বরেরা তখন বসে থাকে না

ঈশ্বর তখন ব্যস্ত গণতন্ত্রের পথ
সুগম করতে।
আর গণতন্ত্রের পুত্ররাই তোমাদের ধর্ষণ করে
বিশ টাকা, পঁচিশ টাকা দরে
ঈশ্বরেরা তখনও গণতন্ত্র চর্চায় ব্যস্ত,

যখন আমার এ হাতে শক্তি আছে
ঐ গণতন্ত্রের মুখে কালি ঢেলে দেবার
আমার শক্ত কলম দিয়ে।

তখন
আমি তোমায় নিয়ে লিখতে পারি না।

যখন আমার মেয়েরা আগুনে পোড়ে
ঝলসানো মাংসের ঘ্রাণ যখন নাকে আসে
যখন কানে আসে অসহ্য আত্ম চিৎকার

তারপর যখন সুপারভাইজার কাজে ফিরে যেতে বলে
জ্বলন্ত অঙ্গারে যখন তালা ঝোলে কলাপ্সিবল গেটে
যখন ফায়ার ব্রিগেড এসে মানুষের আগে যন্ত্র বাঁচায়
লাশ প্রতি যখন বরাদ্দ দশ হাজার থেকে এক লাখ

যখন কলম দিয়ে ঐ তালা ভাঙার শক্তি আমার আছে
চাইলেই কালির দোয়াত ঢেলে দিতে পারি
পুঁজিপতি বেবুন গুলোর উপর

তখন আর
তোমায় নিয়ে লিখতে পারি না।

যখন ভালবাসার অপরাধে
যুবতীকে দোররা মারা হয়,
ভালো না বাসার অপরাধে
কিশোরীর মুখ ঝলসে যায় এসিডে,

যখন চৌদ্দ বছরের নারী
তিন বাচ্চার মা,

বাসে ওঠার সময় কন্ডাক্টার
পাছায় হাত রাখে সুযোগ বুঝে,

যখন সমবয়সীরা উপর্যুপরি
ধর্ষণ করে সহপাঠিনীকে

বিশ বছরের সংসারে প্রতিদিন মায়ের
গায়ে হাত তোলেন বাবারা,

শুধু নারীদের জন্য লিখে
হুমায়ূন আজাদরা নিহত হন পথে ঘাটে।

তখন আমি চাইলেও
তোমায় নিয়ে লিখতে পারি না

তুমি তো শুভ্রতা
এই সহস্রাব্দের একমাত্র নিষ্কলঙ্কতা,
এ পৃথিবী তোমার জন্য না,
পৃথিবীকে সাজিয়ে
তোমায় ডেকে দেব,
এ কটা দিন আমার হৃদয়েই ঘুমাও...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইন্দ্রাণী সেনগুপ্ত oshadharon... bishon valo likhechhen...
সুমন দূর্দান্ত লেখনী। অসাধারণ একটা কবিতা।
মোঃ মহিউদ্দীন সান্‌তু সমাজের নিপিরিত বাস্তব সত্য গুলকে আপনি তুলে এনেছেন আপিনার কবিতায়। অনেক শুভকামনা ও দোয়া রইল আপনার জন্য।,
জায়েদ রশীদ ভাল লাগল কবিতা। আসলে, কঠিন সত্য বড়ই পীড়াদায়ক। তবু তো আমাদের কথা, দেশের কথা। তাই দায়টাও যে আমাদেরই...
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মিলন বনিক এক কথায় অসাধারন....আরও বলবো সামাজের চোখে আঙ্গুল দিয়ে খুব চমৎকারভাবে কিছু নগ্ন ক্ষত দেখিয়ে দিয়েছেন...যা সমাজেরই সারিয়ে তোলা দরকার.....
মনতোষ চন্দ্র দাশ কবিতায় চমৎকার ভাবে তুলে ধরেছেন দেশের বর্তমান চিত্রকে।খুবই ভাল লেগেছে। শুভেচ্ছা রইল অনেক।

০৮ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪