অবশেষে ফিরে এলাম
তোমার ওই সুন্দর মনের কাছে
যে মনে বেধেছ আমায়, তোমায় পেলেম।
কতশত ফুলে গেঁথেছি মালা হৃদয় মাঝে
চোখ ঝরে পড়া অশ্রু’র বর্ণমালা
লিখেছ সে গলে বিদায়বেলা।
নিবেদন তার অভিমান ভুলে
পড়াবে তার সুখস্মৃতি ফুলে ফুলে
শ্বাসহীন এক প্রিয় শবদেহে।
ঘোর কাটেনি, কাটেনি ভালবাসার মোহ
তবে কী ফুল দেবে না
ফিরে এসেছ ভালবাসার অনুপম সাজে।
তোমার নির্মম পরিনতি দাঁড়ায়ে দ্বারে
তাকে প্রণতি দাও বিদায় জানাও
বিনম্র শ্রদ্ধায় সবটুকু চোখের জলে।
সুধাতে সে ঋণ জবাব দিতে হবে না
লাভ নেই হিসেবে, অবশেষে যা পেলে
ফুল দিতে এসেছে, ফুলদাও শবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন