সোনার বাংলাদেশ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

ইব্রাহিম খলিল আমিদ
  • ১৩
  • ৫৬
প্রিয়,
আকাশ নীলে তাকিয়েছ কখনো?
দেখেছ, ডানা মেলে উড়ে যাওয়া পাখির ঝাক?
যারা গায় মিষ্টি সুরে, দিয়ে যায় মধুর ডাক?

তুমি কি নদী দেখেছ?
বহমান শ্রুত ধারার চলমান নদী?
যার চলা পথ গুলো কখনো করে দিয়ে যায় সংকিত,
কিংবা শান্ত প্রবাহমান বারি শিল্পির তুলি দিয়ে হয় অংকিত?

তুমি কি পাহাড় দেখেছো?
বিস্তিত এলাকা জুড়ে যার অবস্থান?
গাছে গাছে ভরা যার ঐতিহ্য?
হ্রিংস থেকে শুরু করে শান্ত প্রানিরা থাকে যার কোলে?
প্রবল বাতাসে যার প্রকৃতি উঠে ধুলে?

তুমি কি হলদে রং এর পাকা ধান দেখেছ?
চাষীর মুখে হাসি ফুটে যে উঠে আশে গ্রাম্য উঠনে?
ইশ্টি কুটুমদের আহবান যার কারণে শুনা যায় দরিদ্র চাষীর ঝীর্ণ কুঠিরে?
হই হই রব যার কারণে জন্মায় দিন এনে দিন খাওয়া কৃষকের ঘরে?

প্রিয়,
অবাক হয়েছো বুঝি?
পাটের সোনালী আশ দেখে?
আকাশে কাল বর্ণের মেঘে ঢাকার পর তুমি বুঝি ভয় পেয়েছিলে?
মেঘ ভেঙ্গে যে ঝির ঝির বৃষ্টি দেখে তোমার অনুভুতি কেমন ছিল?
বল প্রিয়, ভেঙ্গে ছিল কি তোমার ভয়?

জানি প্রিয়,
আমার দেশ
বসন্তের কুকিলের ডাকে মুখরিত হওয়া দেশ,
কাদা মাটি মিশ্রিত বর্ষার দেশ,
আমার দেশ, রফিক, জব্বার, মালেকের দেশ,
রক্ত যারা ঝরাতে এসেছিল, তাদের রক্ত ঝরিয়ে বেচে থাকা স্বাধীন দেশ।
আমার দেশ,
হিন্দু,মুসলিম,বোদ্ধ, খীষ্ট্রান একত্রিত এক সোনার বাংলাদেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য কবিতার শেষ লাইনটা বোধ হয় আর ধরে রাখা যাবে না। আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ধর্মে, দলে, জ্ঞাতীতে.... বেশ সুন্দর
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
নজরুলদের মত কবিদের চেতনা ধরে রেখে আমরা সকল লেখকরা সাম্যের গান গাই তাহলে হয়তো ধরে রাখা অবশ্যই সম্ভব। আশা করি সেই প্রত্যাশা সবার কাছ থেকে। আর ধন্যবাদ মন্তব্যের জন্য।
মিলন বনিক অনেক সুন্দর কবিতা...সাম্যের জয়গান....ভালো লাগলো...
ভালো লাগেনি ২৩ ডিসেম্বর, ২০১৩
সাম্য নিয়ে বেঁচে থাকলেই ''মানুষে মানুষে ভাই ভাই।'' বাক্যটি সত্যি হবে। তাই তো মোরা সাম্যের গান গাই। ধন্যবাদ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো কবিতাটি । শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ উৎসাহ প্রধানের জন্য।
আরাফাত ইসলাম নবীন হিসেবে সত্যিই ভালো লিখেছেন। তবে লেখা পোষ্ট করেই সীমাবদ্ধ থাকবেন না-যেন ! আপনি যেমন পাঠক আশা করেন অন্যদশজনও কিন্তু একইভাবে পাঠক হিসেবে আপনাকে আশাকরে ! (বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট !) এই যাহ্! নতুন হিসেবে উৎসাহ দেবার জায়গায় খুব বেয়াঁড়া ধরনের কিছু কথা বলে ফেললাম । কি-করার ! আমি মানুষটা-ই এমন !!!
অনেক দিন পর গল্প কবিতাতে এসে আপনার কথাটা বেশ লাগলো। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য। আর হ্যা, ''বুদ্ধি মানের জন্য ইশারাই যথেষ্ট!''
মনতোষ চন্দ্র দাশ ইব্রাহীম খলিল ভাই শুভেচ্ছা নিবেন।লেখার ভাব প্রকাশ অনেক সুন্দর শুধু মাত্র বানান গুলোর প্রতি একটু যত্নবান হলে (শ্রুত,বিস্তিত,হ্রিংস,ইশ্টি,ঝীর্ণ,বোদ্ধ, খীষ্ট্রান) সব ঠিকঠাক।
Rumana Sobhan Porag খুব সুন্দর চিন্তার প্রকাশ। অনেক ভাল লাগল কবিতাটি।
মোঃ মহিউদ্দীন সান্‌তু আমার দেশ, হিন্দু,মুসলিম,বোদ্ধ, খীষ্ট্রান একত্রিত এক সোনার বাংলাদেশ। অনেক ধন্যবাদ সুন্দর ভাবনার জন্য।

০৪ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪