সময়মিছিলে দুর্বার

অন্ধ (মার্চ ২০১৮)

আলমগীর সরকার লিটন
  • ১১
কাচভাঙ্গা সময় আর ঘুরবে না
মুখকুঞ্চ সময় আর বলবে না না
চলো হারিয়ে যায়- হারিয়ে যায়-
সেই যমুনার জল টলমল- বালুচর
নীলাকাশ প্রান্ত জুড়ে মেঘ গুড়গুড়
চলো হারিয়ে যায়- হারিয়ে যায়;

সবুজ ঘাসে বসে থাকা
মাটির ম্পর্শে ছুটেচলা
ঐ সুর্য্যটাকে না দেখা-
বিকালের বিষন্নতা-
সময়ের অবুঝ হয়ে উঠে সবিতা
হারিয়ে যাওয়া জল ভিজা উষ্ণতা;

কতটুকু বয়স হয়েছে
চৈত্রলো মন সময়-
হাতছানি সরিষার
আর্তনাদে হলুদা রয়-
পলাশী ঝরা সন্ধ্যাটুকু নেমে বার বার
স্বপ্নঘোর সময়ের দূর মিছিলে দুর্বার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ishraq Utsho হারিয়ে যায় না বলে হারিয়ে যাই বললে ভালো শুনাতো। ভালো। আধুনিক কবিতার মতো।
Farhana Shormin পুরো ৫ দিলাম কবি। আমার কেন জানি কবিতাটি খুব ভালো লাগল। ধন্যবাদ।
মাইনুল ইসলাম আলিফ অনেক সুন্দর কবিতা লিটন ভাই।।শুভ কামনা নিরন্তর।
জ্বি আলিফ দা অশেষ ধন্যবাদ জানাই
আবু রায়হান মিছবাহ ভালো লাগলো কবিতাটি পড়ে। কিন্তু বিষয় ছিলো 'অন্ধত্ব'!! শুভ কামনা রইলো।
সুন্দর মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকুন কবি দা
মামুনুর রশীদ ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ লিখছেন। গত পর্বের রায়োস্কোপ রমনীর চেয়ে এ লেখাটি আরো সাবলীল হয়েছে। কবিতাটির সাবলীলতাই কবিতাটিকে ভিন্ন একটি স্বাদ দিয়েছে-পাঠক হয়তঃ এ স্বাদটিই পছন্দ করবে। আমার ভালো লেগেছে। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে ঘুরে আসুন আমার ‘অন্ধ প্রদেশ’ ‘কাজল জোছনা রাতে’। সিনিয়র কবিদের মন্তব্য পেলে অনুপ্রাণিত হবো।
জ্বি দাদা ঠিক বলেছেন সুন্দর মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকুন কবি দা
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) পলাশী ঝরা সন্ধ্যাটুকু নেমে বার বার স্বপ্নঘোর সময়ের দূর মিছিলে দুর্বার।......... সন্ধ্যার অব গাহ্নে মানব মন অনেক কল্পনার সোপানে যাত্রী সাজে। কি দিক শূন্য তাঁর এই ছুটে চলা , কি অর্থ বহ তাকেই বা যানে , বিধাতা ছাড়া । শুভেচ্ছা ভাই ।
সুন্দর মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকুন কবি দা
সাদিক ইসলাম ভালো লাগলো ভোট থাকলো আমার কবিতায় আমন্ত্রণ।
সুন্দর মন্তব্য কারা জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকুন কবি দা
সালসাবিলা নকি 'চলো হারিয়ে যাই', 'ভেজা' 'সূর্য' 'কাঁচ' বানানগুলো দেখবেন। অন্য দুয়েকটা টাইপিং মিস্টেক ধরা যায়। কবিতাটা ভালো লেগেছে।

২৭ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪