অস্থির কৈশোর

কৈশোর (মার্চ ২০১৪)

সাখাওয়াৎ আলম চৌধুরী
  • ১৯
  • ৩০
বয়সটা যখন তের পার হলো,
দিন চলে তখন এলোমেলো।
লাগে ভালো সব আলো,
বুঝি না তখন মন্দ ভালো।

পড়ায় বসে না মন তখন,
অস্থির লাগে সারাক্ষণ।
মানি না তখন গুরুর আদেশ,
ভালো লাগে না আদেশ উপদেশ।

কথায় কথায় মন খারাপ,
বড়দের সাথে আচরণ খারাপ।
মনে জমে তখন বড় অভিমান,
ইচ্ছে করে দেই গোপণ অভিযান।

আসে পরিবর্তন শরীর মন টায়,
মনটা আবার কি যেন চায়।
লাগে ভালো তখন আকাশ নদী,
মন গহীনে কার যেন ছবি।

যেদিকে তাকায় সেদিকে ফিরি,
শুধু বিপরীতের আহবান করি।
বয়সটা তখন বাঁধন ছাড়া,
চায় মেয়েদের আবেগী সাড়া।

যেখানেই যায় যেদিকে তাকাই,
সব মেয়েদের ভালো লাগা চাই।
যদি না পায় কখনো মেয়েদের সাড়া,
এই জীবন যেন হয়ে যাবে ছানাবড়া।

বন্ধুদের আড্ডায় পায় শুধু ঠাঁই,
বিপরীতের কি আছে কি নাই।
বয়সটা তখন স্বাধীন মনা,
মানতে চায় না নিষেধ মানা।

সদা চলে তখন গোপণ কথা,
বলা যায় না যা প্রকাশ্যে তা।
মনে লাগে তখন অনেক রঙ,
সদা পরিপাটি বস্ত্র আবরণ।

বলিলে কথা কোন রূপসী,
নিজেকে ভাবি অনেক দামী।
হইলে বন্ধুত্ব কোন রূপসীর সাথে,
ইচ্ছে করে ঘুড়ি তাহার সাথে।

আকুলি বিকুলি করে মন সারাক্ষণ,
হইলে প্রেমটা তখন মনের মতন।
ভালো লাগে না খাওয়া পড়া,
যতই থাকুক শাসন কড়া।

হয়ে যায় তখন অনেক কবিতা লেখা,
মন গহীনে থাকে শুধু তার স্মৃতি রেখা।
চলে চিঠি চালাচালি তাহার সনে,
যদিও দেখা হয় প্রতিটি হ্মনে।

এভাবেই পার হয় মোদের কৈশোর,
পায় যদি পরিবারের ভালো আদর।
কিশোরেরা পায় সন্ধান আলোর,
সেও হয়ে প্রতিষ্ঠিত পাবে সমাদর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সুন্দর বর্ণনা । ১ দম মিলে যায় জীবনের সাথে,
আপনার অনুভূতি জানানোর জন্য অশেষ ধন্যবাদ।
biplobi biplob অসম্ভব ভাল লেগেছে। যদি দ্বিতীয় চরনের সাথে আরও দুই মাত্রা যোগ করতেন আরও ভাল হত
খুবই খুশি হলাম আপনার উপদেশ মূলক মন্তব্য পেয়ে। আসলে এখনো শিখছি তাই ভুল ভ্রান্তি স্বাভাবিক। আপনারা সাহায্য সহযোগিতা করলে ইনশাল্লাহ আরও ভালো করতে পারব। ধন্যবাদ।
রোদের ছায়া অনেক কিছু বলার চেষ্টা আছে কবিতায় তাই এর পরিসর বেশ বড় হয়েছে । আরও কম কথায় মনের ভাব প্রকাশের চেষ্টা করতে হবে । আগামীর জন্য শুভকামনা ।
ধন্যবাদ আপা। আসলে চেষ্টা করি কিন্তু কেন জানি পারি না। আরোও অনেক চেষ্টা করতে হবে। খুবই কৃতজ্ঞ হলাম আপনার শিক্ষামূলক মন্তব্য পেয়ে। শুভকামনা আপনার জন্য।
নাফিসা রহমান সাবলীল ভাষায় চমৎকার কবিতা... ভালো লাগল...
অশেষ ধন্যবাদ। খুবই খুশি হলাম আপনার অনুভূতি জানতে পেরে। শুভকামনা আপনার জন্য সবসময়।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন পুরো কৈশর ফুটিয়ে তুলেছেন। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শুভকামনা।
রফিক আল জায়েদ ভাল লাগল আপনার কৈশোর কাব্য। শুভ কামনা রইল।
খুবই খুশি হলাম আপনার অনুভূতি জানতে পেরে। শুভকামনা আপনার জন্য।
জাতিস্মর শুভ কামনা রইলো আপনার সাথে। ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অহর্নিশ ভালবাসা রইল।
তানি হক চমৎকার কৈশোর কাব্য ... আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
জসীম উদ্দীন মুহম্মদ খুব সাবলীল ভাষায় রচিত চমৎকার কবিতা ! শুভেচ্ছা কবিকে ।
খুবই খুশি হলাম আপনার সুন্দর মন্তব্য পেয়ে। শুভকামনা আপনার জন্য।

২২ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪