
আমাদের বাংলা
বাংলার রূপ সংখ্যা
মোট ভোট ৩৮ প্রাপ্ত পয়েন্ট ৪.৭১
comment ৫২
favorite ১
import_contacts ২৪২১
এখানেই নেমে আসে চাঁদ
বিলোল আকাশি চেতনায় মাটি জল
বৃষ্টি নামলেই উড়ন্ত জোনাক
ছিঁড়ে ফেলে রাতের যাবতীয় গণিত
এখানেই কবিতার একছত্র রাজত্ব
নির্বাক নদী ঘিরে বসন্ত উন্মাদনা
সূর্য ঘিরে চারপাশের মেঘময়তা
ছুঁড়ে দেয় আশ্বিন অঘ্রান
এখানেই বর্ষাদিনের নিটোল জলছবি
সবুজ রাংতা মোড়ানো পথঘাট
হৃৎপিণ্ডে নৈমিত্তিক অর্কেস্ট্রা
আম জাম কাঁঠালের বনে স্বপ্ন উল্লাস
এখানেই আমাদের বেঁচে থাকা
আমাদের ভালবাসা, আমাদের বাংলা
বিলোল আকাশি চেতনায় মাটি জল
বৃষ্টি নামলেই উড়ন্ত জোনাক
ছিঁড়ে ফেলে রাতের যাবতীয় গণিত
এখানেই কবিতার একছত্র রাজত্ব
নির্বাক নদী ঘিরে বসন্ত উন্মাদনা
সূর্য ঘিরে চারপাশের মেঘময়তা
ছুঁড়ে দেয় আশ্বিন অঘ্রান
এখানেই বর্ষাদিনের নিটোল জলছবি
সবুজ রাংতা মোড়ানো পথঘাট
হৃৎপিণ্ডে নৈমিত্তিক অর্কেস্ট্রা
আম জাম কাঁঠালের বনে স্বপ্ন উল্লাস
এখানেই আমাদের বেঁচে থাকা
আমাদের ভালবাসা, আমাদের বাংলা
আরও দেখুন