তুমি ( সনেট )

রাত (মে ২০১৪)

মিনহাজুল ইসলাম অন্তর
  • ২৪
  • ৯৬
নিঝুম রাতের স্তব্ধতার কোলে মাথা রেখে তুমি
একা শুয়ে আছো অন্ধকার ঘরে -যেখানে আলোর
প্রবেশাধিকার নেই বিন্দুমাত্র- নরম তুলোর
বালিশে লুকিয়ে নিজের আবেগ ছোঁয়া স্বপ্নভূমি
তুমি ক্রমাগত বুনে যাচ্ছো নীল পুষ্প স্বপ্ন- মালা
মন্দিরের মাঝে নিশ্চুপ দাড়িয়ে ঘুমের দেবতা
তোমার আঙুলে স্পর্শ পেতে অথৈ জলের স্তব্ধতা
তুমি ঘুম আর স্বপ্নের অধরে মেখে দাও লালা -

তোমাকে একবার দেখার উদ্দেশ্যে স্বপ্নের কুটির
থেকে উঁকি মারে কত সাদা- কালো- হলুদাভ পাখি
নীল ময়ূরের পালক তোমার হাতে বাধেঁ রাখি
তুমি অবিরাম শুধু দেখে যাও ছবি দৃশ্যটির -
হঠাৎ কখনো যদি ঘুম ভেঙ্গে যায় ভুলক্রমে
অন্ততঃ আমাকে নিশ্চিত দেখবে না জানি মতিভ্রমে .......



অক্ষরবৃত্ত ছন্দে ১৮ মাত্রায় রচিত একটি সনেট , যেখানে মাত্রাবিন্যাস ৬+৬+৬ এবং অন্তমিল - কখখক গঘঘগ চছছচ জজ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাদিউল ইসলাম সজীব সনেট!!!!! সনেট কেবল অক্ষরবৃত্তেই হয়।৮+৬ মাত্রার। শুধু অন্ত্যমিলে পার্থক্য হয়।এমন সনেট আগে কোথাও শুনি নি।
সকাল রয় সকলেই কবি,আবার কেউ কেউ চারন কবি যেখানে শব্দ পায় সেখানেই জাবর কাটে। সনেট পড়বার পর মনে হলো আমি কোন মহাকবির লেখা পড়লাম
সালাম নিবেন । আপনার মতো গুণী লেখকের মন্তব্য পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে । তবে স্যার, আপনি মনে হয় একটু বেশিই বলে ফেলেছেন । এতটা ভাল আমি লিখতে পারি না ।আপনাদের দোয়া পেলে যদি একটু এগুতে পারি । দোয়া করবেন-
আখতারুজ্জামান সোহাগ ‘তোমাকে একবার দেখার উদ্দেশ্যে স্বপ্নের কুটির থেকে উঁকি মারে কত সাদা- কালো- হলুদাভ পাখি নীল ময়ূরের পালক তোমার হাতে বাধেঁ রাখি তুমি অবিরাম শুধু দেখে যাও ছবি দৃশ্যটির -’ বেশ লাগল।
অনেক অনেক ধন্যবাদ । সালাম নিবেন-
biplobi biplob Darun liklan, koyakbar porlam, möna hochilo jan vinno shadar ayojon. Suvo kamona roylo.
অনেক অনেক ধন্যবাদ । সালাম নিবেন -
মোজাম্মেল কবির শুভ কামনা রইলো... ভালো লাগা রেখে গেলাম। আর...
সালাম নিবেন । ধন্যবাদ আপনাকে-
প্রজ্ঞা মৌসুমী সেই সোনার কাঠি- রূপোর কাঠি ঠেকিয়ে রাখা ঘুমন্ত রাজকন্যাকে মনে পড়ছিল। আবার মাত্রাবিন্যাস, অন্তমিল দিয়ে পুরনোকে প্রকাশ করা; অবশ্য যতিচিহ্নতে পুরনো ছোঁয়া ছিল না। অনেক যত্ন এবং সময় নিয়ে কবিতা লিখেছেন; তার জন্য সাধুবাদ। একবার মনে হচ্ছিল, কবিতার নামের সাথে 'সনেট' লিখে হাইলাইট করাটা- অনেকটা যেন চোখের সাজের থেকে ভ্রুপেন্সিলকে গুরুত্ব দেয়া। এখানে আমাদের আলাপও কবিতা থেকে কবিতার নিয়মের দিকেই চলে যাচ্ছে। অবশ্য এও এক অর্থ ভালো; এই কবিতার বিশেষত্ব সনেটের রেশকে ধরার চেষ্টায়; কবিতার থিমে ধাক্কা লাগার মত চমক নেই তবে বেশ ভালো। আপনার সনেট গুনতো আছেই, শব্দে--থিমে-গভীরতায় দক্ষতা আরো বেড়ে উঠুক এই শুভ কামনা...
মন্তব্যের জন্য ধন্যবাদ । কিন্তু আপনার কথায় ও তো প্রাঞ্জলতার অভাব আছে-
গুণটানা নৌকা ভাল
সালাম নিবেন । অনেক ধন্যবাদ । ভালো থাকবেন-
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ....নীল ময়ূরের পালক তোমার হাতে বাধেঁ রাখি...।সুন্দর একটা কবিতা। ভাল লেতগেছে। সুভেচ্ছা রিল।
সালাম নিবেন । অনেক ধন্যবাদ । ভালো থাকবেন-
সেলিনা ইসলাম চমৎকার কবিতা পড়তে বেশ লাগল । শুভকামনা রইল
সালাম নিবেন । অনেক ধন্যবাদ । ভালো থাকবেন-

২৫ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪