শূন্যের সাথে

শুন্যতা (অক্টোবর ২০১৩)

তানিয়া সরকার
  • ১৭
  • ২২৩
পূর্ণতার আহ্বানে এ জীবন জঙ্গম, সূর্যের দিনযত
চূড়ায় ঢালে পুড়ে-পুড়ে উজ্জ্বল সাদা আলো - পশ্চাতে অবিরত
কালগর্ভে সঞ্চিত ছায়া শূন্যে তোলপাড়; ঘুম নেই দিনেরাতে
নতুন-কিছু চাহিদায়; পৃথিবীর অবসর তার আবর্তে।

অন্ধরাতে ভরা চাঁদে তারাখসা যন্ত্রণা বুকে বাজে; আরো জানি
উৎসবের মায়াভরা সোনা রোদ চুরি করে ভোরের শিশিরখনি!
পাহাড় ভাঙা সব জল সাগরেই ঢলে নদী, তবু মেটে না শূন্যতা;
শূন্যের সাধ নেই, নেই যে হৃদয় শুধু যেন আধাঁরেই আকুলতা।

তবুও এই এক প্রাণ পৃথিবীর বুকে আছে কতো প্রেম? দেখে যাই
মাটির বুকে, নিঃসঙ্গ আকাশের ইশারায়- প্রেমের তো নাই শেষ-
তোমাকে পাই- শূন্য মাঝে আর প্রতি মুহূর্তে শূন্যে তোমাকে হারায়।

দিন আমার গেছে চলে শূন্যে ভেসে পৃথিবীর পথ ছেড়ে; তবু হায়!
ভোরের রোদ স্বপ্নের মতো লাগে যেন কোনো কিশোরীর এলো কেশ
আমার শূন্য বুক ভরে। দিন কাটে আরো কিছু অস্থির চাহিদায়।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক দারুন দারুন কিছু উপমায় সাজানো কবিতা ... মুগ্ধ হলাম ... আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা আপু...
অনেক ধন্যবাদ বন্ধু..................সর্বদা ভালো থেকো তোমার মতো
মোকসেদুল ইসলাম দিন আমার গেছে চলে শূন্যে ভেসে পৃথিবীর পথ ছেড়ে; তবু হায়! ভোরের রোদ স্বপ্নের মতো লাগে যেন কোনো কিশোরীর এলো কেশ আমার শূন্য বুক ভরে। দিন কাটে আরো কিছু অস্থির চাহিদায়। ....................সুন্দর লিখেছেন। ভাল লাগা জানাই
অনেক ধন্যবাদ বন্ধু............ভালো থেকো
ডা: প্রবীর আচার্য্য নয়ন চমৎকার! আমার অস্থিরতা একদম কমে গেছে কবিতা পড়ে। খুব ভালো লেগেছে
অস্থিরতা কমায় আমি খুশি.........অশেষ ধন্যবাদ
দীপঙ্কর বেরা Bhalo laglo
ধন্যবাদ বন্ধু............
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
ধন্যবাদ বন্ধু................ভালো থেকো আর ভালোবাসা নিয়ো ।
সূর্য "উৎসবের মায়াভরা সোনা রোদ চুরি করে ভোরের শিশিরখনি!"্এমন আরো কিছু চরণ মোটা দাগে উল্লেখ্য, দারুণ কবিতা। খুব ভালো লেগেছে।
ওয়াছিম তানিয়া আপু আপনি কি জানেন আপনি কি চমৎকার একটা কবিতা লিখেছেন? আশা করি নিয়মিত লিখবেন।
অনেক ধন্যবাদ বন্ধু........
রোদের ছায়া বাহ, চমৎকার লিখেছেন । এই আসরে আপনার প্রথম কবিতা পড়ে মুগ্ধ হলাম। অনেক শুভকামনা।
আবু আফজাল মোহা: সালেহ খুব ভাল লিখেছো, তানিয়া।
ভালো থেকো .................আর ভালোবাসা নিয়ো ।

২২ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪