– এমনভাবে কি দেখছ ? – কেন ? ঐ চোখের ভ্রমর, দু’ঠোঁটের প্রেমপদ্ম, চিবুকের আড়ম্বর, মনের আচ্ছন্ন রঙিন স্বপ্ন, শরীরের বেফাঁস ডানা আর একখানা থৈ থৈ টইটুম্বুর নদীকে। – শুধুই কি দেখছ ? – না, স্কেচও এঁকে নিচ্ছি। – কি হবে স্কেচ করে ? – যার জন্য বাঁচছি। যার জন্য বাঁচব। – ইস্ ! সব ডাহা মিথ্যে কথা। – মোটেই না। সারাদিন জং ধরে ছিলাম। এখন দ্যাখো ক্রান্তিকালের বাহারে আবারও কেমন করে নির্ভুল অনিবার্যজেগে উঠছি ! – কেন, তুমি কি হাঙর ? – কই না তো ! চারুকলার মধ্যে আমি শুধু উদ্দাম স্বতোপ্রকাশ। – তাহলে দেরি না করে এবার আমাকে তোমার মধ্যে জায়গা করে দাও ; যেভাবে লুকিয়ে বেঁচেছো এতটাকাল। – সে আর বলতে, শুধু ভাবছিলাম। – আবার কি ভাবছিলে ? – আমাদের মধ্যে আরো কোনো সম্পর্ক আছে কিনা ? – কিছু কি খুঁজে পেলে ? – হ্যাঁ। – কি ? – সেসব দেখাতে হলে, তাহলে আমাকে আরো একবার দুষ্টু এবং অসভ্য হতে হবে। – তবে থাক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।